JEE Main 2020 April Examination: জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা আগামী এপ্রিলে, ওয়েবসাইটে ফর্ম প্রকাশ এনটিএ-র

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা (JEE Main 2020 April Examination) হতে চলেছে আগামী এপ্রিল মাসে। শুক্রবার পরীক্ষার ফর্ম অনলাইনে প্রকাশ করল এনটিএ। জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে পরীক্ষার ফর্ম। এইবেলা ফর্ম পূরণ করে পেলুন। ওয়েবসাইটটি হল 2020 @ jeemain.nta.nic.in, এখানেই ফর্ম পাওয়া যাচ্ছে পরীক্ষার্থীরা মার্চের মধ্যেই ফর্ম পূরণ করে জমা করতে পারবেন। ২০২০-র এপ্রিলের জয়েন্ট অন্ট্রান্সের মেন পরীক্ষার সম্পর্কে বিশদ জানতে একটি ব্রোশিওর প্রকাশ করেছে এনটিএ।

প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা (JEE Main 2020 April Examination) হতে চলেছে আগামী এপ্রিল মাসে। শুক্রবার পরীক্ষার ফর্ম অনলাইনে প্রকাশ করল এনটিএ। জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে পরীক্ষার ফর্ম। এইবেলা ফর্ম পূরণ করে পেলুন। ওয়েবসাইটটি হল 2020 @ jeemain.nta.nic.in, এখানেই ফর্ম পাওয়া যাচ্ছে পরীক্ষার্থীরা মার্চের মধ্যেই ফর্ম পূরণ করে জমা করতে পারবেন। ২০২০-র এপ্রিলের জয়েন্ট অন্ট্রান্সের মেন পরীক্ষার সম্পর্কে বিশদ জানতে একটি ব্রোশিওর প্রকাশ করেছে এনটিএ। সেখানে থাকছে পরীক্ষার নিয়মাবলী, ফর্ম পূরণের প্রক্রিয়া, সিলেবাস, পরীক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষার প্যাটার্ন এবং প্রয়োজনীয় নির্দেশিকা। পরীক্ষার্থীদের জানানো হচ্ছে ২০২০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম পূরণের আগে এই ব্রোশিওরটি ভালভাবে পড়তে হবে। তারপর নিয়ম মেনে ফর্মটি পূরণ করতে পারেন। আরও পড়ুন-Delhi Deputy CM Manish Sisodia Hails CBI On Arresting His OSD: ঘুষকাণ্ডে ফেঁসেছেন ওএসডি, সিবিআই অভিযুক্তকে কড়া শাস্তি দিক চাইছেন মণীশ সিসোদিয়া

জানা গিয়েছে, যাঁরা ফর্ম পূরণ করছেন অর্থাৎ যে সব পরীক্ষার্থী এবছর জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিয়েছেন। তাঁর ফর্ম পূরণ করে ফেলুন। পরীক্ষা হবে আগামী ৫,৭, ৮, ৯ ও ১১ এপ্রিল। অনলাইনেই হবে পরীক্ষা। পরীক্ষার অ্যাডমিড কার্ড জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে আগামী ১৬ মার্চ থেকে। জয়েন্ট এন্ট্রান্স মেন জানুয়ারির পরীক্ষার জন্য ১১ লক্ষ ১৮ হাজার ৬৭৩ জন ফর্ম পূরণ করেছেন। এর মধ্যে ৯ লক্ষ ২১ হাজার ২৬১ জন বিই ও বিটেক-এর আবেদন করেছেন। ভারত ও বিদেশ মিলিয়ে মোট ২৩১টি টেস্ট নেওয়া হয়েছে জানুয়ারিতে। পরীক্ষা হয়েছিল জানুয়ারির ৬, ৭, ৮ ও ৯ তারিখে।

 



@endif