Early Summer Vacation For Heatwave: তাপপ্রবাহের জের, শুক্রবার থেকে গরমের ছুটি মহারাষ্ট্রের সমস্ত রাজ্য সরকারি স্কুলে

তাপপ্রবাহের জেরে আগামীকাল শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিল থেকে আগাম গরমের ছুটি ঘোষণা করা হল মহারাষ্ট্র সরকারের অধীনস্ত সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে।

Photo Credits: Pixabay

মুম্বই: তাপপ্রবাহের (Heatwave) জেরে আগামীকাল শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিল থেকে আগাম গরমের ছুটি (early summer vacation) ঘোষণা করা হল (announces) মহারাষ্ট্র সরকারের (Maharashtra government) অধীনস্ত সমস্ত প্রাথমিক (primary), মাধ্যমিক (middle) ও উচ্চমাধ্যমিক স্কুলে (higher secondary schools)। বৃহস্পতিবার রাতে এই কথাই ঘোষণা করা হল মহারাষ্ট্র সরকারের তরফে।

এদিকে মেঘালয়ের (Meghalaya) পূর্ব খাসি হিল জেলায় (East Khasi Hills district) অতিরিক্ত গরমের জেরে সেখানকার মৌসিনরাম ব্লকের (Mawsynram block) অন্তর্গত ডানগার (Dangar) এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (All educational institutions) আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য বন্ধ করার নির্দেশ দিল জেলা প্রশাসন। পড়ুয়াদের গরমের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Alwar Shocker: রেল লাইনের ধারে প্রস্রাবের ফল! বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গোরু ছিটকে এসে ঘাড়ে পড়ে মৃত বৃদ্ধ