JEE Main 2021 Result: ফেব্রুয়ারিতে হওয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২১ পরীক্ষার ফলপ্রকাশ আজ
ফেব্রুয়ারিতে হওয়া জনেন্ট এন্ট্রান্স মেইন ২০২১ পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে আজ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ তাদের ওয়েবসাইটে স্কোর বা পারসেন্টাইল র্যাঙ্ক প্রকাশ করবে। jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া সমস্ত প্রার্থী তাদের আবেদনের নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফল জানতে পারবেন। ফলাফল ঘোষণার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেন ২০২০-র চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করবে।
নতুন দিল্লি, ৭ মার্চ: ফেব্রুয়ারিতে হওয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২১ (JEE Main 2021) পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে আজ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আজ তাদের ওয়েবসাইটে স্কোর বা পারসেন্টাইল র্যাঙ্ক প্রকাশ করবে। jeemain.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া সমস্ত প্রার্থী তাদের আবেদনের নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফল জানতে পারবেন। ফলাফল ঘোষণার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেন ২০২০-র চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করবে।
পরীক্ষার্থীরা যারা জেইই মেইনস ২০২১-র ফেব্রুয়ারি সেশনে পরীক্ষা দিয়েছে তারা jeemain.nta.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবে।
রেজাল্ট কীভাবে দেখবেন:
- প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান
- হোমপেজে “JEE Mains 2021 results” এই লিঙ্কে ক্লিক করুন
- এরপর নতুন একটি পেজ খুলে যাবে
- এখানে অ্যাপ্লিকেশন নন্বর, জন্ম তারিখ ও অন্য ডেটা এন্ট্রি করে এন্টার করুন
- এবার পেজে রেজাল্ট দেখাবে
- রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন