পড়ুয়াদের বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার জের, ১২টি বেসরকারি স্কুলের জবাব তলব দিল্লির শিক্ষা মন্ত্রীর

অভিভাবকদের থেকে তাঁদের সন্তানদের বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এর জেরে দিল্লির ১২টি বেসরকারি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়ে তাদের জবাব তলব করলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা।

Photo Credits: ANI

নয়াদিল্লি: অভিভাবকদের (Parents) থেকে তাঁদের সন্তানদের বই (books) ও ইউনিফর্মের (uniforms) জন্য অতিরিক্ত টাকা (exorbitantly high price) নেওয়ার অভিযোগ উঠেছিল। এর জেরে দিল্লির ১২টি বেসরকারি স্কুলকে (private schools) শোকজ নোটিস (show cause notices) পাঠিয়ে তাদের জবাব তলব করলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা (Delhi Education Minister Atishi)। পাশাপাশি আরও ৬টি স্কুলের বিরুদ্ধে তদন্তের (inquiry) নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার এপ্রসঙ্গে দিল্লির শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, "অভিভাবকদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ১২টি বেসরকারি স্কুলকে বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত বেশি টাকা নেওয়ার জবাব তলব করে শোকজ নোটিস পাঠানো হয়েছে। দিল্লি স্কুল এডুকেশন অ্যাক্ট, ১৯৭৩ (Delhi School Education Act 1973)-এর নিয়ম ভেঙে শিক্ষা দফতরের নির্দেশ অমান্য করে বই ও ইউনিফর্মের বেশি দাম নেওয়ার স্বপক্ষে তারা যদি কোনও সঠিক যুক্তি না দর্শাতে (Unsatisfactory response) পারে তাহলে কড়া ব্যবস্থা (Strict action) নেওয়া হবে।" আরও পড়ুন: Arnab Goswami On R.K. Pachauri: দিল্লি হাইকোর্টে চলা প্রয়াত পরিবেশবিদ আরকে পাচৌরির মানহানির মামলায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানালেন অর্ণব গোস্বামী

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement