Randeep Surjewala: হেমা মালিনীকে নিয়ে কু মন্তব্য, কংগ্রেসে নেতা রণদীপ সুরজেওয়ালাকে শাস্তি কমিশনের

মথুরার বিদায়ি সাংসদ তথা বিজেপি-র তারকা অভিনেত্রী প্রার্থী হেমা মালিনী-কে নিয়ে অশালীন অমন্তব্য করায় কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়াল-কে ৪৮ ঘণ্টার জন্য কোনও রকম নির্বাচনী প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দিল কমিশন।

Hema Malini, Randeep Surjewala (Photo Credit: Facebook)

আসন্ন লোকসভা নির্বাচনে কু মন্তব্যের জেরে প্রথম কোনও বড় নেতাকে শাস্তি দিল নির্বাচন কমিশন। মথুরার বিদায়ি সাংসদ তথা বিজেপি-র তারকা অভিনেত্রী প্রার্থী হেমা মালিনী (Hema Malini)-কে নিয়ে অশালীন অমন্তব্য করায় কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) -কে ৪৮ ঘণ্টার জন্য কোনও রকম নির্বাচনী প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দিল কমিশন।

আজ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনওরকম জনসভা, রোড শো, জনসমক্ষে আসা কিংবা কোনও মাধ্যমে সাক্ষাতকার দিতে পারবেন না রণদীপ সূরজেওয়ালা।

দেখুন খবরটি

বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের পোস্ট করা এক ভিডিয়োয়ে দেখা যায়, মথুরা থেকে মনোনয়ন জমা দেওয়া বিজেপি প্রার্থী হেম মালিনীকে নিয়ে রণদীপ সুরজেওয়ালা ছাপার অযোগ্য ভাষা ব্যবহার করছেন। যদিও রণদীপ সেই অভিযোগ উড়িয়ে বলেছিলেন, "হেমা মালিনীকে অপমান করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না । আমি হেমাকে শ্রদ্ধা করি। আসলে বিজেপি নারীবিরোধী। তাই সব কিছুকেই নারীবিদ্বেষী চশমায় দেখে আর ইচ্ছা করে মিথ্যে ছড়ায়।"