Domestic Flights in India: করোনার জেরে ২ মাস বন্ধ থাকার পর আজ শুরু বিমানচলাচল, ছবিতে বিমানবন্দরে মাস্ক পরা যাত্রীদের লাইন
মহামারী করোনাভাইরাসের জেরে প্রায় দুমাস বন্ধ থাকার পর আজ ফের আন্তর্দেশীয় বিমান (Domestic Flights) চলাচল শুরু হল। যাত্রীরাও বাড়ি ফেরার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সোমবার সকাল থেকেই কাছে বিমানবন্দরে মাস্ক পরা ঘরমুখী মানুষের ঢল। চেন্নাই বিমানবন্দরে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখেই টিকিটের লাইন চলছে। তবে চেন্নাই বিমানবন্দরে প্রতিদনিন ২৫ এর বেশি যাত্রী নামতে পারবে না। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেওয়া প্রথম ফ্লাইট পুনেতে অবতরণ করেছে।
নতুন দিল্লি, ২৫ মে: মহামারী করোনাভাইরাসের জেরে প্রায় দুমাস বন্ধ থাকার পর আজ ফের আন্তর্দেশীয় বিমান (Domestic Flights) চলাচল শুরু হল। যাত্রীরাও বাড়ি ফেরার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সোমবার সকাল থেকেই কাছে বিমানবন্দরে মাস্ক পরা ঘরমুখী মানুষের ঢল। চেন্নাই বিমানবন্দরে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখেই টিকিটের লাইন চলছে। তবে চেন্নাই বিমানবন্দরে প্রতিদনিন ২৫ এর বেশি যাত্রী নামতে পারবে না। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেওয়া প্রথম ফ্লাইট পুনেতে অবতরণ করেছে।
শহরে ফিরে এক যাত্রী জানালেন, “বিমানে ওঠার আগে সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সমস্ত যাত্রীরাই গাইড লাইন মেনেছেন। খুব অল্প সংখ্যা মানুষই এখন বিমানে যাতায়াত করছেন।” বিভিন্ন বিমানবন্দরের ছবিতে দেখা যাচ্ছে যাত্রীরা লকডাউনের নিয়ম কানুন মেনেই বিমানে চড়ছেন। বিমানে লাগেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সঙ্গে সমস্ত রকম নিরাপত্তা বলয় পেরিয়ে আসার বিষয় তো রয়েইছে। মহামারী রোধে দেশজুড়ে চলছে লকডাউন মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী নবাব মালিক রবিবার বলেন, মুম্বইয়ে আসাযাওয়া মিলিয়ে মোট ২৫টি বিমান চলবে। খুব শিগগির এই সম্পর্কিত গাইড লাইন প্রকাশ করা হবে। আরও পড়ুন- Eid Mubarak 2020: ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রবিবার সন্ধ্যা অসমারিক পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট বার্তায় জানান, বিভিন্ন রাজ্যের সরকারের সঙ্গে টানা কথাবার্তার পর আন্তর্দেশীয় বিমান চলাচলের ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আজকের দিনটা সত্যিই বেশ শক্ত ছিল। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে ২৬ তারিখ থেকে শুরু হবে বিমান চলাচল। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিমান আসাযাওয়া করবে ২৮ তারিখ থেকে।