Nagaland: নাগাল্যান্ডে বন্ধ হল কুকুরের মাংস বিক্রি, ব্যবসায়িক কাজে বন্ধ কুকুর কেনাবেচাও
কুকুরের মাংস বিক্রি, কাঁচা এবং রান্না করা মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যান্ড সরকার। এছাড়া বাণিজ্যিক স্বার্থে কুকুরের মাংস আমদানি-রফতানির উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার রাজ্যের প্রধান সচিব টেমজেন টয় টুইট করে জানিয়েছেন, "ব্যবসার কাজে কুকুর কেনাবেচা, মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যাণ্ড প্রশাসন।"
কোহিমা, ৩ জুলাই: কুকুরের মাংস বিক্রি, কাঁচা এবং রান্না করা মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যান্ড সরকার। এছাড়া বাণিজ্যিক স্বার্থে কুকুরের মাংস আমদানি-রফতানির উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার রাজ্যের প্রধান সচিব টেমজেন টয় টুইট করে জানিয়েছেন, "ব্যবসার কাজে কুকুর কেনাবেচা, মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যাণ্ড প্রশাসন।"
সম্প্রতি দিমাপুরের একটি বাজারে কুকুরের মাংস বিক্রির ছবি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায় ছবিটি। পশ্চিমবঙ্গ এবং অসম থেকে নাগাল্যান্ডে মাত্র ৫০ টাকায় নাগাল্যান্ডে পাচার করা হত এক একটি কুকুর। নাগাল্যান্ডে ২০০ টাকা প্রতি কেজিতে কুকুরের মাংস বিক্রি করা হয়। অর্থাৎ সবমিলিয়ে এক একটি কুকুরের মূল্য গিয়ে দাঁড়ায় ১০০০ টাকা কেজি।