Tamil Nadu: তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে এবার স্ট্যালিন পুত্র, রাস্তায় বাজি ফাটিয়ে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের, দেখুন ভিডিয়ো
পাশাপাশি রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রী উদয়নিধিকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রীত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন ৷
নয়াদিল্লিঃ অব্যাহত পরিবারতন্ত্র। পিতা করুণানিধির পথেই হাঁটলেন তামিলনাড়ুর(Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন(CM M K Stalin)। ছেলে উদয়নিধিকে( Udhayanidhi) উপমুখ্যমন্ত্রী পদে বসিয়ে পরিবারতন্ত্র মুছতে দেননি তিনি। আজ, রবিবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ(Oath Taking) নিয়ে তামিল রাজনীতিতে নয়া অধ্যায় শুরু করবেন স্ট্যালিন পুত্র উদয়নিধি। সেই উপলক্ষে সেজে তামিলনাড়ু জুড়ে উৎসবের মেজাজ। রাস্তায়-রাস্তায় চোখে পড়ছে ডিএমকে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। রাস্তায় বাজি ফাটিয়ে উদযাপনে মেতেছেন তাঁরা। বিলি করা হচ্ছে মিষ্টিও। প্রসঙ্গত, ঠিক ১৫ বছর আগে মুখ্য়মন্ত্রী থাকাকালীন রাজনীতিতে তাঁর উত্তরসূরী হিসাবে এমকে স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন এম করুণানিধি। তাঁর দেখানো পথেই হেঁটেছেন স্ট্যালিন। রাজভবনের তরফে বিবৃতি দিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে উদয়নিধির নাম ঘোষণা করা হয়। এর পাশাপাশি রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রী উদয়নিধিকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রীত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন ৷
তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে এবার স্ট্যালিন পুত্র, রাস্তায় বাজি ফাটিয়ে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের