Dilip Ghosh On Lok Sabha Election Results 2024: ভোর ৫.৩০ টা থেকে গণনাকেন্দ্রে হাজির দিলীপ ঘোষ, ফলাফল নিয়ে কী বললেন তিনি?

২০১৯ সালে দিনীপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সেখানেই এতদিন মাটি কামড়ে পড়েছিলেন। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে এ র তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

গণনাকেন্দ্রে দিলীপ ঘোষ (Photo Credits: X)

নয়াদিল্লিঃ দেশজুড়ে ভাগ্য নির্ধারণ চলছে প্রার্থীদের। আজ ফাইনাল পরীক্ষা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। গণনার দিন সাত সকাল থেকেই সক্রিয় তিনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই গণনাকেন্দ্রে পৌঁছে যান তিনি। দেখা করেন এজেন্টদের সঙ্গে। ঘুরে দেখছেন বিভিন্ন গণনাকেন্দ্র। সাফ জানালেন, "পশ্চিমবঙ্গে ৩০ এর কাছাকাছি যাবো আমরা। সকাল ৫.৩০ টা থেকে আমি গণনাকেন্দ্রে ঘুরছি আমার এজেন্টদের নিয়ে।" প্রতিপক্ষ নিয়ে বললেন, "কই তাঁকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের কোনও নেতাকে সকাল থেকে দেখতে পেলাম না।" প্রসঙ্গত, ২০১৯ সালে দিনীপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সেখানেই এতদিন মাটি কামড়ে পড়েছিলেন। তবে চব্বিশের

লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে এ র তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।  বিগত কয়েকদিন ধরেই আত্মবিশ্বাসের সূর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ২০১৯-এর পুনরাবৃত্তি হবে জানিয়েছিলেন তিনি। তাঁর কথায়, "নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। বাংলায় অমিত হ-এর ৩০ আসনের টার্গেটের কাছে পৌঁছে যাবে দল, তা নিয়ে কোনও সংশয় নেই।"

দেখুন ভিডিয়ো