IPL Auction 2025 Live

Dibrugarh Express derailed: ফের ট্রেন দুর্ঘটনা, গোন্ডা স্টেশনের কাছে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, নিহত ২

আবারও স্মৃতি ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার। চলতি বছরে বিগত কয়েকমাসে ছোট বড় একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। এর সাম্প্রতিকতম উদাহরন হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা।

আবারও স্মৃতি ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার। চলতি বছরে বিগত কয়েকমাসে ছোট বড় একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। এর সাম্প্রতিকতম উদাহরন হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। এবার ফের সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হল উত্তরপ্রদেশে। বৃহস্পতিবার দুপুরে গোন্ডা স্টেশনের কাছে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express)। জানা যাচ্ছে, দুপুর আড়াইটে নাগাদ চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এই এক্সপ্রেসের কমপক্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতের আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

সূত্রের খবর, মতিগঞ্জ ও ঝিলহি এই দুটি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, গোন্ডা জেলায় যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং আহতদের যথাযথ চিকিৎসার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রধান কর্তব্য হচ্ছে আহত যাত্রীদের দ্রুত সারিয়ে তোলা। তাঁদের সুস্থতার কামনা করছি। এথনও পর্যন্ত জানা যাচ্ছে, দুই যাত্রীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সামান্য আহত হয়েছেন মোট ৭ জন।

VIDEO | A few bogies of Dibrugarh Express derailed near UP's Gonda railway station earlier today. Details awaited. pic.twitter.com/SfJTfc01Wp

এই ঘটনার পর এক যাত্রী জানান, ট্রেনটি ১১.৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে রওনা দিয়েছিল। তারপর এদিন ২.৩৭ নাগাদ আচমকাই ট্রেনটি একদিকে হেলে পড়তে থাকে। কেউ কিছু বোঝার আগেই ট্রেনটি উল্টে যায়। যাত্রীরা চিৎকার করে ওঠেন। এরপর কিছু যাত্রী ট্রেনের দরজা খুলে তড়িঘড়ি বাইরে বেরোতে থাকেন। ঘটনার বেশ কয়েকঘন্টা কেটে যাওয়ার পরেও জারি রয়েছে উদ্ধারকাজ। কীভাবে এই ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।