IndiGo flight: ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, কেন্দ্রীয় মন্ত্রী-সহ ১৫০ জনের বেশি যাত্রী নিয়ে গুয়াহাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর ডিব্রুগড়গামী বিমানের

ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা গেছিল। এর জেরে ডিব্রুগড়গামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হল অসমের রাজধানী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর।

Photo Credits: Wikimedia commons

গুয়াহাটি: ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি (Snag in engine) দেখা গেছিল। এর জেরে ডিব্রুগড়গামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান (Dibrugarh-bound IndiGo flight) জরুরি অবতরণ (Emargency landing) করতে বাধ্য হল অসমের রাজধানী (Assam's Capital) গুয়াহাটির (Guwahati) লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে (Lokpriya Gopinath Bordoloi International airport)। ইন্ডিগোর ওই বিমানটির মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Petroleum and Natural Gas) রামেশ্বর তেলি (Rameshwar Teli) ও অসমের দুজন বিজেপি বিধায়ক (BJP MLA) প্রশান্ত ফুকন (Prashant Phukan) ও তেরাস গোয়ালা (Terash Gowala)-সহ ১৫০ জনের বেশি যাত্রী (passengers) ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার ফলে অবশ্য বিমানে থাকা যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ইন্ডিগোর এয়ারলাইন্সের একটি বিমান ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল। আচমকা মাঝ আকাশে পাইলট (pilot) বুঝতে পারেন যে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপরই বিষয়টি যাত্রীদের জানিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে, বিমানটিকে ঘুরিয়ে (diverted) অসমের রাজধানী গুয়াহাটি শহরের একপ্রান্তে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান তিনি।

ইন্ডিগো সংস্থা সূত্রে জানা গেছে, বিমানটির মধ্যে কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি ও অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দুই বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন ও তেরাস গোয়ালা-সহ ১৫০ জনের বেশি যাত্রী ছিলেন। পরে টুইট করে তাঁরা সুরক্ষিত আছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। বিমানটি গুয়াহাটিতে নামার আগে আকাশে ১৫-২০ মিনিট ছিল বলেও জানিয়েছেন তিনি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now