IPL Auction 2025 Live

Parliament Monsoon Session 2024: শিক্ষামন্ত্রী পদত্যাগ করুণ, বাদল অধিবেশনের প্রথম দিনে নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল লোকসভা

চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিট ২০২৪ ঘিরে কারচুপির অভিযোগে তোলপাড় গোটা দেশ। কেবল নিট নয় দেশের গোটা শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাহুল। বলেন, 'ভারতীয় পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতির ফলে লক্ষ লক্ষ পরিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Dharmendra Pradhan, Rahul Gandhi (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২২ জুলাইঃ  নিট পরীক্ষায় (NEET) কারচুপির অভিযোগ সমাধানের জন্যে আপনি কী করেছেন? সোমবার ২২ জুলাই লোকসভায় বাদল অধিবেশনের প্রথম দিনেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন লোকসভায় দাঁড়িয়ে ভারতের গোটা শিক্ষাব্যবস্থাকেই 'জালিয়াতি' বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সাংসদ। চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিট ২০২৪ (NEET) ঘিরে কারচুপির অভিযোগে তোলপাড় গোটা দেশ। কেবল নিট নয় দেশের গোটা শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাহুল। বলেন, 'ভারতীয় পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতির ফলে লক্ষ লক্ষ পরিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশবাসী মনে করছেন, ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা টাকার বিনিময়ে ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিচ্ছে। লক্ষ লক্ষ দেশবাসীর মতই বিরোধীরাও এই একই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত'।

সোমবার বাদল অধিবেশনের শুরুর দিনেই নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী (Rahul Gandhi), সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এরপর একে একে সুর চড়ায় বিরোধী জোটের শরিক দলগুলো। ধর্মন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে অখিলেশ বলেন, অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ক্ষতিগ্রস্ত পড়ুয়ারা ন্যায় বিচার পাবে না। নিট কেলেঙ্কারি দায় কিছুতেই এড়াতে পারবেন না তিনি। সংসদের অধিবেশনে নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্র সরকারকে চেপে ধরার পরিকল্পনা রবিবার বিরোধীদের সর্বদলীয় বৈঠকেই স্থির হয়েছিল।

ভারতীয় পরীক্ষা পদ্ধতিকে 'জালিয়াত', 'দুর্নীতিগ্রস্থ' বলে মন্তব্য করায় বিরোধী দলনেতার নিন্দা করেন ধর্মেন্দ প্রধান। নিজের স্বপক্ষে পালটা যুক্তি দিয়ে শিক্ষামন্ত্রী বললেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এখনও পর্যন্ত ২৪০টি পরীক্ষা পরিচালনা করেছে। তার কোনটারেই প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি।