NCP: ৪০ এনসিপি বিধায়কের সমর্থন বিজেপি-শিন্ডে সরকারকে, কেন্দ্রে মন্ত্রী হতে পারেন প্রফুল্ল প্যাটেল

ঘর ভাঙল এনসিপি-র। তবে ঘরটা কীভাবে ভাঙল, তা বোঝা যাবে আরও কিছুটা পরে। আপাতত এনসিপি-র মোট ৯ জন নেতা মহারাষ্ট্রের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Photo Credits: ANI

ঘর ভাঙল এনসিপি-র। তবে ঘরটা কীভাবে ভাঙল, তা বোঝা যাবে আরও কিছুটা পরে। আপাতত এনসিপি-র মোট ৯ জন নেতা মহারাষ্ট্রের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সূত্রের খবর জাতীয়বাদী কংগ্রেস পার্টি বা এনসিপি-র মোট ৪০ জন বিধায়কের সমর্থন আছে অজিত পাওয়ারের দিকে। তার মানে শরদ পাওয়ার-সুপ্রিয়া সুলেদের দিকে পড়ে থাকলেন মাত্র ১৪ জন বিধায়ক। ক দিন আগে মেয়ে সুপ্রিয়া সুলের সঙ্গে যাকে দলের কার্যকরী সভাপতি করলেন শরদ পাওয়ার, সেই প্রফুল্ল প্য়াটেলও অজিত পাওয়ারের সঙ্গে রাজভবনে গেলেন। সূত্রের খবর, প্রফুল্ল প্য়াটেল কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আগামী কয়েক দিনের মধ্যেই। ক দিন আগে প্রফুল্ল প্য়াটেলকে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারদের সঙ্গে বিরোধী জোটের মহাবৈঠকে হাসি মুখে দেখা গিয়েছিল। অজিত পাওয়ার, প্রফুল্ল প্য়াটেলের বিরুদ্ধে ইডি-র বড় তদন্ত চলছে।

এখন প্রশ্ন, শিবসেনার বিদ্রোহের মতই কি এনসিপিও দু'ভাগে ভাগ হবে। মানে উদ্ধভ ঠাকরের মত হাল হবে শরদ পাওয়ারের। আর একনাথ শিন্ডের ভূমিকায় অজিত পাওয়ার! নাকি শরদ পওয়ারের ভাই অজিত আলাদা দল গড়বেন? প্রশ্ন অনেক। কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির জটিল সমীকরণে এই প্রশ্নের উত্তর মিলছে না

দেখুন টুইট

মহারাষ্ট্রে এখন বিজেপি-শিন্ডে সরকারের ২১০ জন বিধায়কের সমর্থন আছে। এর ফলে একনাথ শিন্ডের শিবিরে আর বিজেপির থেকে সেভাবে বড় কিছু দাবি করতে পারবে না। ফলে শিন্ডে শিবিরের কয়েক জনে বিধায়ক উদ্ধভ ঠাকরের শিবসেনায় ফিরে গেলে অবাক হওয়ার থাকবে না।