COVID19 Lockdown: বাংলায় চলছে কার্যত লকডাউন, দিল্লির পর এবার লকডাউন বাড়ল হরিয়ানাও

পশ্চিমবাঙলায় চলছে কার্যত লকডাউন। রবিবার আরও দুটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়াল।

লকডাউন (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৬ মে: পশ্চিমবাঙলায় চলছে কার্যত লকডাউন (Lockdown)। রবিবার আরও দুটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়াল। হরিয়ানায় (Haryana) বাড়িয়ে ২৪ মে পর্যন্ত করে দিল। মানে আরও এক সপ্তাহ বাড়ানো হল হরিয়ানার লকডাউন। এমন ঘোষণাই করেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। যিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে লকডাউন চালালেও হরিয়ানায় সংক্রমণ কমছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ হাজারটি নয়া কোভিড সংক্রমণের হার বেড়েছে। আরও পড়ুন: বিশ্বব্যাপি করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লক্ষ ছাড়াল,কবে থামবে মৃত্যু মিছিল!

রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের সময়সীমা। আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা ঘোষণা করেন। আগামী ২৪ মে সকাল ৫টা পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজধানীতে। দিল্লিতে সংক্রমণ নিম্নমুখি। দৈনিক সংক্রমণ কমছে, বাড়ছে সুস্থতার হার। তবে কমলেও ৫ শতাংশের নীচে নামেনি সংক্রমণ হার,তাই এমন সময় কোনও ঢিলেঢাল মনোভাব দিতে চায় না প্রশাসন। আর তাই রাজধানী দিল্লিতে লকডাউন থাকছে।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পর আজ পশ্চিমবাঙলায় কার্যত লকডাউনের প্রথম দিন। শহর কলকাতার রাস্তাঘাট শুনশান। জেলা থেকেও আসছে ফাঁকা রাস্তাঘাটের ছবি। লকডাউন সফল করতে প্রশাসন বিশেষ উদ্যোগী। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ৩১ মে পর্যন্ত রাজ্যে চলবে লকডাউন। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খুচরো দোকান বন্ধ হওয়ার পর একেবারে শুনশান রাস্তাঘাট। কঠোর লকডাউন লাগু করতে, বিধিনিষেধ বজায় রাখতে রাস্তায় নেমে কাজ করছে পুলিশ। সকাল থেকে রাস্তায় লোক চোখে পড়েনি। করোনা শৃঙ্খল ভাঙার লড়াইয়ে কার্যত লকডাউনের শুরুটা কোথাও সেভাবে মানুষের জমায়েত নজরে এল না। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডায়গায় চলছে নাকা চেকিং।