Delhi Pollution: ফের বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি, বায়ুদূষণের তালিকায় তৃতীয়তে রয়েছে ভারতের নাম
আবারও বায়ুদূষণের (Air Pollution) তালিকায় শীর্ষে উঠে এল দিল্লির (Delhi) নাম। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সাম্প্রতিকতম রিপোর্টে উঠে এল এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে পর্যবেক্ষণ অনুযায়ী, ১৩৪টি দেশের মধ্যে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে। দ্বিতীয়তে রয়েছে পাকিস্তান, সেখানে ৭৩.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে এবং প্রথম স্থান দখলকারী বাংলাদেশে ৭৯.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে।
শহরের মধ্যে দিল্লিতে ৯২.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে ঘনত্ব প্রতি ঘনমিটারে। ২০২২ সালে এই পরিসংখ্যান ছিল ৮৯.১। অন্যদিকে এবারে তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে বিহারের বেগুসরাই শহরের নাম। ২০২২ সালে এই শহর দূষণের তালিকায় কোনও জায়গায় ছিল না, কিন্তু ২০২৩-এ ১১৮.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে।
অন্যদিকে, শহরভিত্তিক দূষণের পরিমাপে দ্বিতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয়তে রয়েছে বাংলাদেশেরে ঢাকা শহরের নাম। পাশাপাশি নেপালের কাঠমান্ডু চতুর্থ, থাইল্যান্ডের চিয়াংমাই শহর পঞ্চম স্থান দখল করেছে।