Messi Gang: পকেটমারি দায়ে গ্রেফতার মেসি! ধৃত আরও তিন

দিল্লিতে পকেটমারির দায়ে গ্রেফতার হল মেসি ও তার তিন সঙ্গী। বিষয়টা শুনে অবাক হলেও এমনটাই ঘটেছে খোদ ভারতের রাজধানী দিল্লিতে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: দিল্লিতে পকেটমারির (pick-pocket) দায়ে গ্রেফতার (arrest) হল মেসি ও তার তিন সঙ্গী (Messi Gang)। বিষয়টা শুনে অবাক হলেও এমনটাই ঘটেছে খোদ ভারতের (India) রাজধানী (Capital) দিল্লিতে (Delhi)। তবে প্রথমেই বলি আপনারা যা ভাবছেন এ মেসি সে মেসি নয়! এ দিল্লির কুখ্যাত পকেটমার। বৃহস্পতিবার মেসি ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করা পাশাপাশি ৫৬টি চুরি যাওয়া মোবাইল (stolen mobile phones) ও অন্য কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও পড়ুন: Lakhimpur Kheri: রোগীদের সঙ্গে চরম দুর্ব্যবহার মদ্যপ চিফ ফার্মাস্টিটের, দেখুন ভিডিয়ো

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এক সময়ে আর্জেন্তিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি টানে ফুটবল খেলা শুরু করছিলেন পকেটমার চক্রের মূল মাথা। লেখতেন ফুটবলও। কিন্তু পরে ফুটবলের বদলে পকেটমারিকে বেছে নিয়েছিল পেশা হিসেবে। সঙ্গে ধরা পড়া আরও তিন সঙ্গীকে নিয়ে দেশের রাজধানীতে খুন-সহ অনেক অপরাধও করেছিলেন মেসি। বৃহস্পতিবার পকেটমার মেসিদের গ্রেফতার করার পাশাপাশি পকেটমারি সময় ব্যবহৃত একটি অটোও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Tags



@endif