Kolkata Traffic: রাস্তায় ক্যাবে ধীর গতিতে চলা শহরের তালিকায় কলকাতা
দেশের মধ্যে সবচেয়ে বেশী অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহার করে দিল্লি-এনসিআর-এর বাসিন্দারা।
দেশের মধ্যে সবচেয়ে বেশী অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহার করে দিল্লি-এনসিআর-এর বাসিন্দারা। ২০২২ সালে অ্যাপভিত্তিক উবের-এর সমীক্ষা তেমনই বলছে। দিল্লির পর দেশের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশী উবের চড়েছেন বেঙ্গালুরবাসী। এই তালিকায় কলকাতা পাঁচে। কলকাতার আগে মুম্বই ও হায়দরাবাদ। দিল্লি ও বেঙ্গালুরুর বাসিন্দারা অ্যাপ ক্যাবের মাধ্যমেই যাতায়াত করতে অভ্যস্ত হয়ে পড়েছেন বলে সমীক্ষায় প্রকাশ। ভারতে সবচেয়ে বেশী অ্যাপ বুক হয় সন্ধ্যা ৫-৬টার মধ্যে মানুষ অফিস থেকে ফেরার সময়। ভারতীয়রা অফিসে যাওয়ার থেকে অফিস থেকে বাড়ি ফেরার সময় ক্যাব ব্যবহার করতে বেশী পছন্দ করেন।
আর উবেরের এই সমীক্ষার তথ্য বলছে, দেশের মধ্যে রাস্তায় গাড়ির গতির বিচারে কলকাতা একেবারে শেষের দিকে। যেখানে চণ্ডীগড় দেশের মধ্যে রাস্তায় সবচেয়ে যানজটহীন দ্রুত শহর। সেখানে কলকাতা হল ধীরে চলা শহরের মধ্যে পঞ্চম। উবেরের তথ্য বলছে দেশের মধ্যে সবচেয়ে ধীরে ক্যাব চলে হায়দরাবাদে। যেখানে চণ্ডীগড়ে ঘণ্টায় গড়ে ২৭.২ কিলোমিটার গতিতে ক্যাব চলে, সেখানে কলকাতায় মাত্র ১৯.৫ কিলোমিটার গতিতে গাড়ি চলে। কলকাতার থেকেও ধীরগতিতে ক্যাব চলে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটিতে। দিল্লি-এনসিআর অনেক জনবহুল হলেও ক্য়াবের গতিতে চণ্ডীগড়ের পিছনে দু নম্বরে আছে।
দেখুন টুইট
২০২২ সালে ভারতে মোট ৪.৫ বিলিয়ন কিলোমিটার সফর করেছে উবের-এর বিভিন্ন ক্যাব। যা প্রায় পৃথিবী থেকে নেপচুনের দূরত্বের সমান। ভারতের মোট ১২৩টি শহরে আছে উবের ক্যাব পরিষেবা। ২০২২ সালে ভারতীয়রা মোট ১১ বিলিয়ন মিনিট উবের সফর করেছেন।
দেশের মানুষ সবচেয়ে বেশী ইন্টারিসিটি রুটে গিয়েছে-মুম্বই-পুণে, মুম্বই-নাসিক, দিল্লি-আগ্রা-তে। সবচেয়ে দীর্ঘতম রুটে বেশীবার ট্রিপ হয়েছে দিল্লি-পূর্ণিয়া, বেঙ্গালুরু-মুম্বইই রুটে। দেশের মধ্যে সবচেয়ে বেশী অ্যাপ ক্যাব বুক হয় শনিবার।