Vistara Flight Bomb Threat: লন্ডনগামী ভিস্তারায় বোমা হামলার হুমকি, পথ ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জরুরি অবতারণ

লন্ডনের বদলে গন্তব্য বদলে রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ফ্রাঙ্কফুর্টে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বিমানটি। এরপর আতঙ্কিত যাত্রীদের একে একে নামিয়ে আনা হয় বিমান থেকে। শুরু হয় উড়ানের নিরাপত্তা পরীক্ষা।

Vistara Flight (Photo Credits: Wikimedia Commons)

ফের বিমানে বোমা হামলার হুমকি। শুক্রবার গভীর রাতে দিল্লি থেকে লন্ডনগামী ভিস্তারা (Vistara) বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ভিস্তারা UK17 বিমানটিতে যখন মাঝ আকাশে তখন তাতে বোমা রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়ানো হয়। সেই পোস্ট দেখা মাত্রই সতর্ক হয় বিমান কর্তৃপক্ষ। বিমানের পথ ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিমানবন্দরে (Frankfurt Airport) জরুরি অবতারণের নির্দেশ দেওয়া হয় চালককে। কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে লন্ডনের বদলে গন্তব্য বদলে রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ফ্রাঙ্কফুর্টে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বিমানটি। এরপর আতঙ্কিত যাত্রীদের একে একে নামিয়ে আনা হয় বিমান থেকে। শুরু হয় উড়ানের নিরাপত্তা পরীক্ষা। চলে বোমা উদ্ধারের কাজ। তবে শেষ পর্যন্ত ভিস্তারার বিমান থেকে কোন বোমা উদ্ধার হয়নি। নিরাপত্তাজনিত যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রায় দু ঘণ্টা পর বিমানটি যাত্রীদের নিয়ে ফ্রাঙ্কফুর্ট থেকে লন্ডনের (London) উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে মাঝ আকাশে বিমানে বোমা হামলার হুমকির খবর পেয়ে হাত পা ঠাণ্ডা হতে শুরু করে যাত্রীদের। তুমুল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি উড়ানের গতিপথ বদলে ফ্রাঙ্কফুর্টে বিমানবন্দরে জরুরি অবতারণের নির্দেশ দেয় বিমান সংস্থার কর্তৃপক্ষ। দু ঘণ্টা ধরে চলে বোমা উদ্ধারের কাজ, নিরাপত্তজনিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। তবে শেষ পর্যন্ত কিছুই মেলেনি বিমান থেকে। পুনরায় যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় ভিস্তারা।

গত কয়েক দিনে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে বিমানে বোমা হামলার হুমকি। মাঝ আকাশে বিমান বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে নয় নয় করে ১৫টি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। তবে তাঁদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রেই উড়ানের আগের বোমা হামলার হুমকি এসেছে। ফলে টেক অফের আগেই যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে বিমানগুলি।