Delhi: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শনী চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর ইট বর্ষণ, ক্যাম্পাসে আসল পুলিশ

এসএফআই নেত্রী ঐশি ঘোষ পরিষ্কার জানান, তারা কিউ আর কোড ব্যবহার করে হলেও এই তথ্যচিত্র দেখবেন ও দেখাবেন। যদিও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা কাফেটেরিয়াতে বসে নিজেদের মোবাইলে এই তথ্যচিত্র ডাউনলোড করে দেখেন।তখনই এই ঘটনা ঘটে।

JNU Protest Photo Credit: Twitter@ANI

মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শনী  চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর ইট বর্ষণের ঘটনা ঘটল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ঘটনায় অভিযোগ জানাতে জেএনইউ-এর ছাত্ররা বসন্ত কুঞ্জের একটি থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করে।  তারা দাবি করেছে যে প্রধানমন্ত্রী মোদীর বিতর্কিত বিবিসি  তথ্যচিত্রের প্রদর্শনের সময় পাথর ছোড়া হয়েছিল। পাথর ছোড়ার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ে আসে দিল্লি পুলিশ।

 

তথ্যচিত্রের প্রদর্শনী  বন্ধ করতে এবার জেএনইউতে ছাত্র সংসদের অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছিল ইন্টারনেট সংযোগও। যদিও তাতেও তথ্যচিত্র দেখা আটকানো যায়নি। মঙ্গলবার রাত ৯ টার সময় তথ্যচিত্র প্রদর্শনীর কথা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্যচিত্রের প্রদর্শনের অনুমোদন দেয়নি। তথ্যচিত্র দেখানো হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীরা পরিকল্পনাই করেছিলেন যেরকম সমস্তরকম প্রশাসনিক বাধা সত্ত্বেও তাঁরা এই তথ্যচিত্রের প্রদর্শনী জারি রাখবেন।

এসএফআই নেত্রী ঐশি ঘোষ পরিষ্কার জানান, তারা কিউ আর কোড ব্যবহার করে হলেও এই তথ্যচিত্র দেখবেন ও দেখাবেন। যদিও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা কাফেটেরিয়াতে বসে নিজেদের মোবাইলে এই তথ্যচিত্র ডাউনলোড করে দেখেন।তখনই এই ঘটনা ঘটে।