Delhi: পদত্যাগের ঘটনা রটানোর জেরে ক্ষুব্ধ কর্ণাটকের কংগ্রেস প্রেসিডেন্ট, দিলেন মানহানির মামলা করা হুঁশিয়ারি

পদত্যাগের প্রস্নে ক্ষুব্ধ কর্ণাটকে কংগ্রেস প্রেসিডেন্ট

Karnataka Congress president DK Shivakumar (Photo Credits: ANI)

কর্ণাটকে নির্বাচনের পর কংগ্রেসের হাতে ক্ষমতার ভার দিয়েছে রাজ্যবাসী। হেভিওয়েট এই নির্বাচনে জয়ের পর থেকে সবার মুখে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন। সিদ্দারামাইয়া নাকি ডিকে শিবকুমার (DK Shivakumar)। সে

যদিও মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে মুখে কুলুপ এটেঁছেন প্রত্যকেই। আলোচনার মাধ্যমেই এই পদের উপযুক্ত দাবিদারকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে কর্ণাটকের কংগ্রেস প্রেসিডেন্টের দিল্লিতে না যাওয়ার বিষয়ে প্রথমে ধোয়াশা তৈরি হলেও পরে তা কেটে যায়।

মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে নানান খবরের ভিত্তিতে ক্ষুব্ধ শিবকুমার। তাঁর পদত্যাগের ঘটনা রটানোর কারণে বিরক্ত তিনি। এমনকি সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এবং জানান,  'এই দল আমার মা। কর্ণাটকে এই দলকে আমি গড়ে তুলেছি। আমার দল, এমএলএ এবং হাইকমান্ড এখানে রয়েছেন' বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীত্বের ভার শেষ পর্যন্ত কার ঘাড়ে চাপায় কংগ্রেস হাইকমান্ড এখন সেদিকেই লক্ষ্য গোটা দেশের।

 



@endif