Wikipedia: 'ভারতকে পছন্দ না করলে এখানে কাজ করা বন্ধ করুন', উইকিপিডিয়াকে আদালত অবমাননার নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট

'আদালতের নির্দেশ না মানলে সরকারকে উইকিপিডিয়া ব্লক করতে বলা হবে।'

প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia & SNI)

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্ট (Delhi High Court) একটি মামলার শুনানির সময় উইকিপিডিয়াকে (Wikipedia) আদালত অবমাননার নোটিশ (Contempt of Court Notice) জারি করেছে। হাই কোর্টের কড়া নির্দেশ, আদালতের নির্দেশ না মানলে সরকারকে উইকিপিডিয়া ব্লক করতে বলা হবে। মামলার বিষয়টি সংবাদ সংস্থা এএনআই (ANI) -এর দায়ের করা একটি পিটিশনের সঙ্গে সম্পর্কিত। সংস্থাটি উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছে, বলা হয়েছে যে  উইকিপিডিয়া এজেন্সির পৃষ্ঠায় কিছু বিষয়বস্তু সম্পাদনা করে বর্তমান সরকারের একটি 'প্রচারের হাতিয়ার' বলে এএনআইকে অভিহিত করা হয়েছে।

মামলাটি আদালতে পৌঁছানোর পরে, দিল্লি হাইকোর্ট ৯ জুলাই উইকিপিডিয়াকে সমন জারি করে এবং উইকিপিডিয়াকে সে বিষয়ে তথ্য সরবরাহ করার নির্দেশ দেয়। সম্প্রতি এএনআই আদালতে একটি পিটিশন দাখিল করে বলেছে যে আদালতের এই আদেশ মানা হয়নি।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট উইকিপিডিয়াকে আদালত অবমাননার নোটিশ জারি করেছে। বিচারপতি নবীন চাওলা উইকিপিডিয়ার আচরণে তীব্র আপত্তি জানিয়ে বলেছেন, ‘আমরা এখানে উইকিপিডিয়ার ব্যবসায়িক লেনদেন বন্ধ করব। আমরা সরকারকে উইকিপিডিয়া ব্লক করতে বলব...। যদি ভারতকে পছন্দ না করেন তাহলে দয়া করে ভারতে কাজ করবেন না।’

আদালত উইকিপিডিয়ার একজন অনুমোদিত প্রতিনিধিকে আগামী ২৫ অক্টোবর আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।