Delhi Elections 2025: রাত পোহালেই দেশের রাজধানীতে ভোট, দিল্লিতে সবার নজরে যে ৮ আসন

আগামিকাল, বুধবার দিল্লিতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এক দফায় দেশের রাজধানী শহরে ৭০টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ৭০টির মধ্যে ১২টি আসন তফসিলি সম্প্রদায়ের (এসসি, এসটি) প্রার্থীদের জন্য সংরক্ষিত।

Three Main Characters: Arvind Kejriwal, Narendra Modi, Rahul Gandhi. (Photo Credits: X)

আগামিকাল, বুধবার দিল্লিতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এক দফায় দেশের রাজধানী শহরে ৭০টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ৭০টির মধ্যে ১২টি আসন তফসিলি সম্প্রদায়ের (এসসি, এসটি) প্রার্থীদের জন্য সংরক্ষিত। টানা তিনবার একক সংখ্যাগরিষ্ঠতায় দিল্লিতে সরকার গড়ার দিকে চোখ অরবিন্দ কেজরিওয়ালের। অন্যদিকে, দীর্ঘ ২৫ বছর পর দিল্লিতে সরকার গড়তে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। কংগ্রেসের লক্ষ্য নরেন্দ্র মোদী জমানায় প্রথমবার দিল্লিতে আসন জেতা।

এবার দিল্লি ভোটে ৭০টি আসনের মধ্যে সবার নজরে রয়েছে রাজ্যের যে ৭টি বিধানসভা আসন। অরবিন্দ কেজরিওয়াল থেকে সন্দীপ দীক্ষিত, মুখ্যমন্ত্রী আতীশী থেকে রমেশ বিধুরী,কপিল মিশ্র-র মত হেভিওয়েটরা এইসব আসনে প্রার্থী ।

এক নজরে দেখে নেওয়া যাক সেইসব হাইপ্রোফাইল আসনগুলির দিকে---

১) নয়া দিল্লি:

অরবিন্দ কেজরিওয়াল (আপ) বনাম সন্দীপ দীক্ষিত (কংগ্রেস) বনাম পরভেশ ভর্মা (বিজেপি)

ত্রিমুখি লড়াইয়ে একেবারে কড়া টক্কর। ২০১৩ বিধানসভা নির্বাচনে নয়া দিল্লি আসনে দাঁড়িয়েই সেই সময়ের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত-কে হারিয়ে চমক দিয়েছিলেন নতুন দল গড়া কেজরিওয়াল। এরপর থেকে নয়া দিল্লি আসনে একপেশে জিতে চলেছেন আপ প্রধান। ২০১৩-তে কংগ্রেসের মুখ্যমন্ত্রী-কে হারানোর পর ২০১৫-র ভোটে বিজেপির বিতর্কিত নেত্রী নপুর শর্মা ও ২০১৯-র ভোটে পদ্ম প্রার্থী সুনীল যাদবকে একেবারে উড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জিতেছিলেন কেজরি। এবার আপ প্রধানের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে কংগ্রেস প্রার্থী করেছে শীলা দীক্ষিত পুত্র সন্দীপ দীক্ষিত আর বিজেপি বাজি ধরেছে প্রাক্তন সাংসদ পারভেশ ভর্মা-র ওপর।

জোর জল্পনা, কেজরিওয়ালকে হারাতে পারলে, আর বিজেপি দিল্লিতে জিতলেন পারভেশ ভর্মাকেই মুখ্যমন্ত্রী করবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা। গত দুটিটি বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল এই আসনে ৬০ শতাংশের বেশী ভোট পেয়েছেন। তবে এবার বিশেষজ্ঞরা বলছেন, কেজরির জয়ের ব্যবধান এবার নিশ্চিতভাবেই কমবে। যদিও বড় অঘটনের আশা কম।

২) কালকাজি:

আতিশ মার্লেনা (আপ) বনাম রমেশ বিধুরী (বিজেপি)

কেজরিওয়ালের পদত্যাগের পর গত কয়েক মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কর্তব্য পালন করা আপ নেত্রী আতিশি মার্লেনা কালকাজি থেকেও এবারও লড়ছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেস তাদের দুই প্রভাবশালী নেতা-নেত্রীকে দাঁড় করিয়েছে। আতিশীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী দক্ষিণ দিল্লির প্রাক্তন বিতর্কিত সাংসদ রমেশ বিধুরী। আর কংগ্রেস দাঁড় করিয়েছেন দলের লড়াকু নেত্রী আলকা লাম্বা-কে। গত দুটি বিধানসভা নির্বাচনে সম্মানজনক ব্যবধানেই এখান থেকে জিতেছেন আতিশী। তবে এবার তাঁর বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী, সেই রমেশ বিধুরীর বিরুদ্ধে ২০১৯ লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন আতিশি।

৩) জঙপুরা:

মণীশ সিসোদিয়া (আপ) বনাম তাভিন্দার মারওয়া (বিজেপি)

অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তথা আপের অঘোষিত নম্বর টু মণীশ সিসোদিয়া এবার আসন বদলে এই কেন্দ্র থেকে লড়ছেন। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর মূল প্রতিপক্ষ বিজেপির তাভিন্দার মারওয়া দু বছর আগেও কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। এবার হাত ছেড়ে পদ্ম ধরে মণীশের বিরুদ্ধে প্রার্থী তাভিন্দার। গতবার দুটি বিধানসভা ভোটে আসনে বেশ বড় ব্যবধানেই জিতেছিলেন আপ নেতা প্রবীণ কুমার। কিন্তু এবার প্রবীণের বদলে মণীশকে এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন কেজরি।

৪) কারওয়াল নগর:

কপিল মিশ্র (বিজেপি) বনাম মনোজ ত্যাগি (আপ)

এক সময়ের আপ নেতা দলবদলে এক বিজেপিতে। দিল্লি দাঙ্গায় অভিযুক্ত, একের পর এক কু ভাষণে সমালোচিত হওয়া কপিল মিশ্র-কে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। কপিলে টিকিট দিতে গিয়ে কারওয়াল নগরের দীর্ঘদিনের বিধায়ক মোহন সিং বিস্ত-কে সরিয়ে অন্যত্র প্রার্থী করে বিজেপি। ২০১৫ বিধানসভা ভোটে মোহন বিস্তকে হারিয়েই প্রথমবার বিধায়ক হয়েছিলেন কপিল। পরে কেজরিওয়ালের সঙ্গে মনোমালিন্য ও বিতর্কে জড়িয়ে আপ ছাড়েন কপিল। এবার তাঁর কাছে এবারের ভোট অগ্নিপরীক্ষা। কারওয়াল নগরে এবার ভোটে হেরে গেলে কপিলের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

৫) মালব্য নগর:

সোমনাথ ভারতী (আপ) বনাম সতীশ উপাধ্যায় (বিজেপি)

আপের বিখ্যাত আইনজীবী নেতা সোমনাথ ভারতীর কেন্দ্রে এবার সবার নজর। সোমনাথকে হারাতে এবার দিল্লির দাপুটে নেতা সতীশ-কে প্রার্থী করেছে বিজেপি।

৬) পাতপরগঞ্জ:

অবোধ ওঝা (আপ) বনাম রবিন্দর সিং নেগি (বিজেপি) বনাম অনিল চৌধুরী (কংগ্রেস)।

মণীশ সিসোদিয়ার কেন্দ্রে এবার আপের প্রার্থী জনপ্রিয় শিক্ষাবীদ অবোধ ওঝা। পাতপরগঞ্জে বিজেপির বাজি রবিন্দর নেগি। কংগ্রেস প্রার্থী করেছে দিল্লির প্রাক্তন প্রদেশ সভাপতি অনিল চৌধুরী-কে। গতবার এই আসনে মাত্র ৪ হাজার ভোটে জিতেছিলেন মণীশ সিসোদিয়া। এক ধাক্কায় তাঁর জয়ের ব্যবধান কমেছিল ২৫ হাজার।

৭) গ্রেটার কৈলাশ:

সৌরভ ভরদ্বাজ (আপ) বনাম শিখা রায় (বিজেপি)

রাজ্যের মন্ত্রী তথা দাপুটে আপ নেতা সৌরভ ভরদ্বাজ এই আসনে প্রার্থী। বাঙালী অধ্য়ুষিত দক্ষিণ দিল্লি লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে গত তিনটি নির্বাচনে সহজেই জিতেছেন সৌরভ।

৮) শাকুর বস্তি:

সত্যৈন্দ্র জৈন (আপ) বনাম কার্নেল সিং (বিজেপি)

দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবারও এই কেন্দ্রে আপের প্রার্থী। গত তিনটি বিধানসভা ভোটে এই আসন থেকে জিতে আসছেন সত্য়েন্দ্র। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মন্ত্রীদের মধ্যেই তিনিই সবার আগে জেলে গিয়েছিলেন। তবে তার বিরুদ্ধে অপরাধ এখনও প্রমাণ করতে পারেনি সিবিআই বা ইডি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now