Delhi BJP Candidate List: দিল্লিতে কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে প্রার্থী ঘোষণায় বড় চমক বিজেপির

অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে প্রাক্তন দাপুটে সাংসদদের বিধানসভা ভোটের যুদ্ধে নামালেন জেপি নাড্ডা, অমিত শাহ-রা।

Narendra Modi এবং Amit Shah. (Photo Credits: ANI@X)

দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Elections 2024) প্রথম দফায় ২৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP Candidate List)। অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে প্রাক্তন দাপুটে সাংসদদের বিধানসভা ভোটের যুদ্ধে নামালেন জেপি নাড্ডা, অমিত শাহ-রা। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ পারভেশ ভর্মা-কে দাঁড় করাল গেরুয়া শিবির। গত বছর লোকসভা নির্বাচনে পরবেশ ভর্মা-কে টিকিট দেয়নি বিজেপি। নিউ দিল্লি বিধানসভা আসনে কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ পরবেশ ভর্মা-কে নিউ দিল্লি থেকে দাঁড় করিয়ে ত্রিমুখি লড়াই জমিয়ে দিল বিজেপি।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত বিধুরি

কালকাজি-তে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সংসদে এক মুসলিম সাংসদকে কু-কথা কথা বলায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রমেশ বিধুরি। লোকসভা ভোটে রমেশ বিদুরিকে টিকিট না দিয়ে দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছিল রামবীর সিং বিদুরিকে। কালকাজি-তে কংগ্রেস প্রার্থী হয়েছেন রাজ্যে দলের এক নম্বর নেত্রী অলকা লাম্বা-কে।

কৈলাশকে কেন্দ্র বদলে বিজওয়াসানে

সম্প্রতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতা-তথা কেজরি সরকারের প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলটকে বিজওয়াসান (Bijwasan) থেকে টিকিট দেওয়া হল। এর আগে দুবার গেহলট নজফগড় থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। কিন্তু এবার দিল্লির প্রাক্তন পরিবেশমন্ত্রী পদ্মফুল চিহ্নে লড়বেন বিজওয়াসান থেকে। এই আসনে গতবার হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন আপের ভূপিন্দর সিং জোন। তবে এবার তাঁকে টিকিট না দিয়ে আপ বিজওয়াসান থেকে দাঁড় করিয়েছে সুরিন্দর ভরদ্বাজ-কে। এখানে কংগ্রেসের প্রার্থী ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সেনাধ্যক্ষ দেবিন্দর কুমার সেহরওয়াত।

সিসোদিয়ার বিরুদ্ধে তাজিন্দার সিং

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কেজরিওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠ মণীশ সিসোদিয়ার কেন্দ্র জাংপুরা থেকে বিজেপির হয়ে লড়বেন তাজিন্দার সিং মারওয়া। এখানে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মেয়র ফারহাদ সুরি। প্রসঙ্গত, গত দুবার পারপতগঞ্জ থেকে জয়ী মণীশ সিসোদিয়ার কেন্দ্র বদল করেছে। গতবার দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা সাংসদ মনোজ তিওয়ারি-র নাম বিধানসভা নির্বাচনের প্রথম তালিকায় নেই।

আপ, কংগ্রেসের প্রার্থী ঘোষণা

চলতি বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আপ ইতিমধ্যেই রাজ্যের ৭০টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও ৪৮টি আসনে প্রার্থীদের নাম জানিয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now