Delhi: রাস্তার কুকুরের গায়ে অ্যাসিড ছুড়েছিলেন, ৭০ বছরের বৃদ্ধকে কারাদণ্ড দিল আদালত
অভিযুক্তের নাম মহেন্দ্র সিং। দিল্লির পাহাড়গঞ্জ এলাকার বাসিন্দা তিনি।
নয়াদিল্লিঃ কুকুরের (Dogs) গায়ে অ্যাসিড (Acid) ছুড়েছিলেন, অবশেষে ৪ বছর পর তার সাজা পেলেন দিল্লির (Delhi) ৭০ বছরের বৃদ্ধ। অভিযুক্তের নাম মহেন্দ্র সিং। দিল্লির পাহাড়গঞ্জ (Paharganj)এলাকার বাসিন্দা তিনি। ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি একটি কুকুরের গায়ে অ্যাসিড ছুড়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে তাঁকে দেখে চেঁচিয়েছিল একটি কুকুর। এরপর বাড়িতে ঢুকে এক বোতল অ্যাসিড নিয়ে আসেন তিনি। এবং তা কুকুরটির গায়ে ছিটিয়ে দেন। যার ফলে কুকুরটির একটা চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এরপরই জীব আইনের ৪২৯ ধারায় মহেন্দ্র সিং-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মাঝে কেটে গিয়েছে চার-চারটি বছর। অবশেষে অভিযুক্ত বৃদ্ধকে এক বছর জেলের সাজা শোনালেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিচা শর্মা। এই ঘটনাকে 'চরম অমানবিক' বলে আখ্যা দিয়েছে দিল্লির একটি আদালত। শুধু তাই নয়, আদালত বলে, "জীবন একজন মানুষের কাছে যতটা প্রিয়, ঠিক ততটাই একটি প্রাণীর কাছেও। প্রাণীদের প্রতি মানুষের আচরণ তাঁর মানবতাকে প্রতিফলিত করে। পশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের দায়িত্ব।"