Virendra Sachdeva: ‘ক্ষমা’ চাইতে দূষিত যমুনায় ডুব দিয়ে হাসপাতালে বিজেপি সভাপতি

যমুনা নদীতে সাফাই করছে না আপ সরকার, এই অভিযোগ এনে যমুনার কাছে ক্ষমা চেয়ে নদীতে ডুব দেন বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব(BJP president Virendra Sachdeva)।

বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব (ছবিঃX)

নয়াদিল্লিঃ ইতিমধ্যেই যমুনার দূষণ(Yamuna Pollution) নিয়ে সরগরম দিল্লির(Delhi) রাজনীতি(Politics)। যমুনা নিয়ে আপ সরকারকে(Aap Government) লাগাম ছাড়া আক্রমণ করতে পিছপা হচ্ছে না বিরোধীরা। যমুনা নদীতে সাফাই করছে না আপ সরকার, এই অভিযোগ এনে যমুনার কাছে ক্ষমা চেয়ে নদীতে ডুব দেন বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব(BJP president Virendra Sachdeva)। এ বার তাঁকে ভর্তি করা হল রাজধানীর বেসরকারি হাসপাতালে(Hospital)। জানা গিয়েছে, যমুনায় ডুব দেওয়ার ফলে রাতারাতি বিজেপি নেতার সারা শরীরের চুলকানি এবং র‌্যাশ বেরিয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তীতে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গেরুয়া শিবিরের দাবি, বিজেপি সভাপতির আগে শ্বাসকষ্ট বা র‌্যাশের মতো কোনও সমস্যা ছিল না। দূষিত যমুনা নদীতে স্নান করাতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পাল্টা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি কেজরিওয়াল শিবিরও। বিজেপি প্রধানের সুস্থতা কামনা করে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, “বিজেপি নেতাদের বুঝতে হবে যে এইসব নাটক করে নদী পরিষ্কার হয়ে যাবে না।” অর্থাৎ যমুনা নদী নিয়ে যে দিল্লিতে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে তা এক কথায় পষ্ট।

ক্ষমা’ চাইতে দূষিত যমুনায় ডুব দিয়ে হাসপাতালে বিজেপি সভাপতি



@endif