Delhi Air Pollution: দিল্লির দূষণ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, বিশেষ সেল গঠনের নির্দেশ পুলিশ কমিশনারকে

দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশ কমিশনারকে আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য একটি বিশেষ সেল গঠন করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

Delhi Air Pollution (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১১ নভেম্বরঃ অক্টোবরের শুরু থেকেই দিল্লিতে দূষণের (Delhi Air Pollution) মাত্রা বাড়তে শুরু করে। সাংঘাতিক হারে কমতে থাকে বাতাসের গুণগত মান (AQI)। দিওয়ালির (Diwali 2024) পর থেকেই সেই চিত্রটা আরও খারাপ হতে শুরু করে। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিওয়ালির মরশুম জুড়ে ফেটেছে আতশবাজির ফোয়ারা। লাফিয়ে বেড়েছে রাজধানীর দূষণ। বাতাসের ধুলোর চাদর, যমুনা নদীর (Yamuna River) জলে ভেসে বেরাচ্ছে বিষাক্ত সাদা ফেনা। এমতাবস্থায় দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি পুলিশ কমিশনারকে আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য একটি বিশেষ সেল গঠন করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে চলতি বছরে দিল্লির দূষণ (Delhi Air Pollution) সর্বাধিক না হলেও গত দুবারের তুলনায় অনেকটাই বেশি। আদালতের অভিযোগ, রাজধানীতে বাজি নিষিদ্ধকরণের উপর সেই অর্থে জোর দেওয়া হয়নি, যতটা প্রয়োজন ছিল। তাই দিল্লি পুলিশ কমিশনারের অধীনে গঠিত এই নয়া সেল আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্যে কী কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেই সম্পর্কিত একটি হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, কোনো ধর্মই এমন কোনো কার্যকলাপকে প্রচার করে না যা দূষণ বা মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করে। দিল্লির দূষণ রাজ্যবাসীর স্বাস্থ্যের উপর সাংঘাতিক ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে। যার ফলে শ্বাসকষ্টজনিত রোগ এবং রোগীর সংখ্যাও হু হু করে বাড়ছে।



@endif