Delhi Air Pollution: গুরুতর দূষণে মুখ ঢেকেছে রাজধানী দিল্লি, অনলাইনে চলবে স্কুল, কলেজ, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের

দিল্লির অনন্ত বিহার, অশোক বিহার, ভাবনা, জাহাঙ্গিরপুরী, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-সহ আরও বেশ কিছু জায়গায় মঙ্গলবার AQI ৫০০-র ঘরে পৌঁছে গিয়েছে বলে খবর। ভোর ৫টা পর্যন্ত যে পরিমাপ করা হয়েছে, সেখানেই AQI এর সচেয়ে বেশি মাত্রা দেখা গিয়েছে দিল্লির একাধিক জায়গায়।

Delhi Air Quality (Photo Credit: X)

দিল্লি, ১৯ নভেম্বর: দিল্লির (Delhi) পরিস্থিতি গুরুতর। মঙ্গলবার দিল্লিতে (Delhi Air Pollution) AQI ছুঁয়েছে ৫০০-র ঘর। যা অত্যন্ত গুরুতর বলে জানানো হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে। এই নিয়ে পরপর ৭ দিন রাজধানী শহরের মুখ ঢাকতে শুরু করেছে ধোঁয়াশায়। বায়ু দূষণের জেরে ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির শ্বাস বায়ুর অবস্থা। দিল্লিতে দূষণ যখন মাত্রা ছাড়িয়েছে, সেই সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব অনলাইন করা হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টে প্রকাশ, বায়ু দূষণে জেরবার রাজধানীতে দিল্লি বিশ্ববিদ্যালয় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পড়ুয়াদের অনলাইনে ক্লাস করাবে। ২২ নভেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চলবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করায় একের পর এক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির স্কুলগুলিতেও এই মুহূর্তে অনলাইন ক্লাস হবে বলে জানানো হয়েছে। এতদিন পর্যন্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস স্কুলে হলেও, এবার তাও অনলাইনে স্থানান্তরিত করা হয়েছে বায়ু দূষণের মাত্রা চরমে পৌঁছনোয়।

আরও পড়ুন: Delhi Air Pollution: দিল্লির দূষণ পরিস্থিতি গুরুতর, ধোঁয়াশায় মুখ ঢেকেছে সূর্য, যমুনার জলও অস্পষ্ট

দিল্লির অনন্ত বিহার, অশোক বিহার, ভাবনা, জাহাঙ্গিরপুরী, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-সহ আরও বেশ কিছু জায়গায় মঙ্গলবার AQI ৫০০-র ঘরে পৌঁছে গিয়েছে বলে খবর। ভোর ৫টা পর্যন্ত যে পরিমাপ করা হয়েছে, সেখানেই AQI এর সচেয়ে বেশি মাত্রা দেখা গিয়েছে দিল্লির একাধিক জায়গায়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ক্রমাগত দিল্লির বায়ু দূষণের উপর নজর রাখা হয়েছে। অত্যধিক দূষণের জেরে মানুষের স্বাস্থ্য পরিস্থিতি যাতে কোনওভাবে বিগড়ে না যায়, তার দিকে হাসপাতালগুলিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



@endif