Delhi Acid Attack: অ্যাসিড হামলায় আক্রান্ত ছাত্রীর মুখে ক্ষত, চোখে আঘাত, চিকিৎসা আইসিইউতে

দিল্লির দ্বারকায় স্কুল পড়ুয়ার উপর হামলা পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মহিলা সংগঠনও ওই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দ্বারকায় প্রকাশ্যে যেভাবে স্কুল পড়ুয়ার উপর অ্যাসিড হামলা চালানো হয়, তা নিন্দাজনক। অপরাধী কীভাবে এত সাহস পায় বলে জবাব চাওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

Delhi Acid Attack (Photo Credit: Video Screen Grab)

দিল্লি, ১৩ ডিসেম্বর: দিল্লির (Delhi) দ্বারকায় (Dwarka) যে স্কুল পড়ুয়ার উপর ্যাসিড হামলা চালানো হয়, তাকে সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সফদরগঞ্জ হাসপাতালেই ওই পড়ুয়ার চিকিৎসা চলছে। অ্যাসিড (Acid) হামলার জেরে ওই কিশোরীর মুখের বেশ কিচুটা অংশ পুড়ে গিয়েছে। সেই সঙ্গে তার চোখও অ্যাসিডে ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। ফলে সফদরগঞ্জ হাসপাতালের আইসিইউতে ওই কিশোরীর চিকিৎসা চলছে বলে খবর। দিল্লির দ্বারকায় স্কুল পড়ুয়ার উপর হামলা পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মহিলা সংগঠনও ওই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দ্বারকায় প্রকাশ্যে যেভাবে স্কুল পড়ুয়ার উপর অ্যাসিড হামলা চালানো হয়, তা নিন্দাজনক। অপরাধী কীভাবে এত সাহস পায় বলে জবাব চাওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

আরও পড়ুন: Delhi Shocker Video: দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল যুবক, দেখুন ভয়াবহ ভিডিয়ো

দ্বারকায় স্কুল থেকে ফেরার সময় বোনের সঙ্গে দাঁড়িয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। দ্বারকায় দাঁড়িয়ে থাকার সময় আচমকাই একটি বাইকে ২ আরোহী এসে, তার উপর অ্যাসিড ছোঁড়ে। যন্ত্রণায় ছটপটকরা ছাত্রীকে এরপর ভর্তি করা হয় দিল্লির সফদরগ়্জ হাসপাতালে।