Deep Sidhu: 'ফিরে এসো', লালকেল্লা হিংসা মামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধুর মৃত্যুর পর আর্তনাদ বান্ধবীর
লালকেল্লা হিংসা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দীপ সিধুর। কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে গত বছর লালকেল্লা হিংসায় নাম উঠে আসে দীপ সিধুর।
দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর (Deep Sidhu) মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তাঁর বান্ধবী। দীপ সিধুর মৃত্যুর পর প্রয়াত অভিনেতার বান্ধবী রিনা রাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে রিনা রাইকে যেন আর্তনাদ করতে শোনা যায়। দীপ যাতে তাঁর 'সোলমেটের' কাছে ফিরে আসেন, সেই প্রার্থনা করতে শুরু করেন রিনা ( Reena Rai)।
View this post on Instagram
প্রসঙ্গত লালকেল্লা হিংসা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দীপ সিধুর। কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে গত বছর লালকেল্লা হিংসায় নাম উঠে আসে দীপ সিধুর।
সম্প্রতি বান্ধবী রিনা রাইকে নিয়ে বের হলে, দীপ সিধুর গাড়ি দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনার জেরে রিনা রাই প্রাণে বেঁচে গেলেও, মৃত্যু হয় পাঞ্জাবি অভিনেতার। দীপ সিধুর মৃত্যুর পর ভেঙে পড়েন রিনা রাই। দীপ যাতে নিজের সোলমেটের কাছে ফিরে আসেন, বার বার সেই আবেদন করতে শোনা যায় তাঁকে।