Deadline For 'Life Certificate' Submission Extended : পেনশনভোগীদের 'লাইফ সার্টিফিকেট' জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
পেনশনভোগীদের (Pensioners) 'লাইফ সার্টিফিকেট' (Life Certificate) জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন এর আগে, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: পেনশনভোগীদের (Pensioners) 'লাইফ সার্টিফিকেট' (Life Certificate) জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন এর আগে, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
মন্ত্রী জানিয়েছেন, পেনশনভোগীরা বর্ধিত সময়ের মধ্যে অনলাইন সিস্টেম ব্যবহার করেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। এই বর্ধিত সময়ের মধ্যে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ (PDAs) নিরবচ্ছিন্নভাবে পেনশন প্রদান করা অব্যাহত রাখবে। আরও পড়ুন: Nusrat-Mimi: নুসরত, মিমি কেন গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে, উত্তর তলব তৃণমূলের
মন্ত্রী আরও বলেন যে লাইফ সার্টিফিকেট জমা দিতে অনেকেই ব্যাঙ্কে আসনে। সেখানে ভিড় জমে যায়। তাই ব্যাঙ্কগুলিকে কোভিড বিধি যথাযথ ভাবে বজায় রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।