Dead Cockroach in Air India Food: এয়ার ইন্ডিয়ার খাবারে মড়া আরশোলা, 'হিউম্যান এরর' বললেন অনুপম খের
সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের। ঘটনাটি ঘটেছে অভিনেতার অভিনয় অ্যাকাডেমির এক ছাত্রীর সঙ্গে।
মুম্বই, ২৯ সেপ্টেম্বরঃ প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার (Air India Airline) খাবারের স্বাস্থ্যগত মান। বিমানে পরিবেশিত খাবারে মিলল মড়া আরশোলা (Dead Cockroach)। সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। ঘটনাটি ঘটেছে অভিনেতার অভিনয় অ্যাকাডেমির এক ছাত্রীর সঙ্গে। মেয়েকে নিয়ে দিল্লি নয়া থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে। বিমানে পরিবেশিত খাবারের মধ্যে মড়া আরশোলা থেকে আতঙ্কিত হন ওই যাত্রী। কারণ ওই খাবারের বেশির ভাগটাই খেয়েছে তাঁর দুবছরের মেয়ে। বিমানে পরিবেশিত বিষাক্ত খাবারের প্রতিবাদ জানিয়েএক্স হ্যান্ডেলে সরব হন তিনি।
নিজের অভিনয় অ্যাকাডেমির ওই ছাত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তবে সেই সঙ্গে ভারতীয় বিমান সংস্থার খাবারে মড়া আরশোলা পড়ার বিষয়টিকে 'হিউম্যান এরর' বলে উল্লেখ করেন তিনি।
এই প্রসঙ্গে প্রবীণ অভিনেতা এক্স হ্যান্ডেলে লেখেন, 'আপনারা প্রত্যেকেই জানেন ভারতের সব কিছুই আমি খুব ভালোবাসি। এয়ার ইন্ডিয়াকেও। কিন্তু আমার প্রাক্তন ছাত্রী সহজে অভিযোগ করার পাত্রী নন। কিন্তু এখানে তাঁর একরত্তি মেয়ের স্বাস্থ্য জড়িত। তাই তাঁর আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক'।
এয়ার ইন্ডিয়ার খাবারে মড়া আরশোলা...
ভুল মানুষ মাত্রই হয়, তাই বিমান সংস্থার এই ত্রুটিটিকেও মানুষের ভুল (Human Error) বলেই মনে করছেন অমুপম। তাঁর আরও সংযোজন, 'আমি আশা করছি তাঁর প্রত্যাবর্তন যাত্রাকে আপনারা আরও বেশি আরামদায়ক এবং বিশেষ করে তুলবেন যাতে আমার মত সেও বিশ্বাস করে এয়ার ইন্ডিয়া বিশ্বের সেরা এয়ারলাইনগুলির মধ্যে একটি'।