Darjeeling Lok Sabha Election Results 2024 Live: পাহাড়ে এ বার উড়বে কোন আবির? বিস্তারিত জেনে নিন
এই কেন্দ্র থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন গোপাল লামা। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন রাজু বিস্তা। আর কংগ্রেস টিকিট দিয়েছে মুনিশ তামাংকে।
কলকাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের ( Loksabha Election 2024)অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং। এই কেন্দ্রের বর্তমান সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এর মধ্যে রয়েছে মাটিগারা-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপরা,কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াং। স্বাধীনতার পর থেকেই স্বাধীন গোর্খা ল্যান্ড গড়ার দাবিতে সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এই কেন্দ্রের ভোট গ্রহণ হয়ে গিয়েছে ২৬ শে এপ্রিল। এই কেন্দ্র থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন গোপাল লামা। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন রাজু বিস্তা। আর কংগ্রেস টিকিট দিয়েছে মুনিশ তামাংকে।
গোর্খাল্যান্ডের স্বপ্ন পূরণের জন্য বিজেপির উপর আস্থা রাখে পাহাড়। ২০০৯ সালে প্রায় আড়াই লক্ষ ভোটে সিপিএম প্রার্থী জিবেশ সরকারকে হারিয়ে এই আসন দখল করেন যশবন্ত সিং। ২০১৪ সালেও এই আসন ধরে রাখে বিজেপি। সে বার ৪ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন এসএস আলুয়ালিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। তিনি পেয়েছিলেন ২ লক্ষ ৯১ হাজার ১১৮ টি ভোট। ফের ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জেতে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে ৭ লক্ষ ৫০ হাজার ৬৭ টি ভোট পেয়ে রেকর্ড ব্যবধানে জেতেন রাজু বিস্তা। তৃণমূল কংগ্রেসের হয়ে অমর সিং রাই পেয়েছিলেন ৩ লক্ষ ৩৬ হাজার ৬২৪ ভোট। চব্বিশে পাহাড়ে কোন আবির ওড়ে তা দেখার আশায় গোটা দেশ।