Cyclonic Storm Biparjoy: শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হচ্ছে তীব্র ঘূর্ণিঝড়ে, 'বিপর্যয়' নিয়ে সতর্কতা জারি মৌসম ভবনের

মৌসম ভবনের তরফে বলা হয়েছে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটির অবস্থান ছিল মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ গোয়া থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিম আর মুম্বই থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে

Representative Image of Cyclone ( Photo Credits: Pixabay )

দক্ষিণপূর্ব আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশের। জুনের প্রথমেই কেরালায় বর্ষা ঢুকে যাওয়ার কথা। কিন্তু গভীর এই নিম্নচাপের জন্য তা ঢুকতে দেরী হচ্ছে।তবে তার থেকেও উদ্বেগের বিষয় হল সেই নিম্নচাপই এবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে যার পোশাকি নাম বিপর্যয়।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটির অবস্থান ছিল মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ গোয়া থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিম আর মুম্বই থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আগামী ৬ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ প্রায় উত্তর দিকে সরে যাওয়ার এবং তীব্র ঘূর্ণিঝড় (Severe Cyclonic Storm) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের হাওয়া অফিস( IMD)

আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, বিপর্যয়ের প্রভাবে মুম্বই ও কোঙ্কোন উপকুলে আগামী ১২ জুন পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে।ঘূর্ণিঝড়় তৈরি হওয়ার পর সেটি উত্তরপশ্চিম দিকে আগ্রসর হবে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারের বেশি। উল্লেখ্য, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কেরালায় বর্ষা ঢুকতে দেরি হবে। দক্ষিণের এই রাজ্যে মৌসমী বায়ু ঢুকতে পারে ৭-৮ জুন।