Cyclone Gulab: এগোচ্ছে ঘূর্ণিঝড় গুলাব, ওড়িশা, অন্ধ্র উপকূলে এনডিআরএফের ১৮ দল, বাংলায় সতর্কতা
ঘূর্ণিঝড় গুলাবের আশঙ্কায় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী৷ ওড়িশায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী ১৩টি দল৷ অন্ধ্রে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ৫টি দল৷
দিল্লি, ২৫ সেপ্টেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) গুলাব৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ রবিবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিংবা ৯০ কিলোমিটার হতে পারে৷ ঘূর্ণিঝড় গুলাব (Gulab) ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার বিপর্যয় কতটা হতে পারে, সেই আশঙ্কায় করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ৷
রিপোর্ট প্রকাশ, ঘূর্ণিঝড় গুলাবের আশঙ্কায় ওড়িশা (Odisha) এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী (NDRF)৷ ওড়িশায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী ১৩টি দল৷ অন্ধ্রে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ৫টি দল৷
দেখুন ট্যুইট...
ঘূর্ণিঝড় গুলাব ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও (West Bnegal)৷ ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যেমন সতর্কতা জারি করা হয়েছে, তেমনি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা৷ যার জেরে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে৷ নবান্ন (Nabanna) থেকে জারি করা হয়েছে এমন নির্দেশিকা।