সংকট বাড়ছে কংগ্রেসে, পদত্যাগে অনড় রাহুল, উপায় খুঁজতে চলতি সপ্তাহেই বসছে কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠক

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে এখনও অনড় রাহুল গান্ধী(‌Rahul Gandhi)।

রাহুল গান্ধী(Photo Credits: PTI)

২৮মে, ২০১৯:‌ লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে এখনও অনড় রাহুল গান্ধী(‌Rahul Gandhi)। তবে নতুন সভাপতি মনোনীত করা পর্যন্ত থাকতে রাজি হয়েছেন তিনি। তাই দ্রুত নতুন সভাপতি বাছতে চলতি সপ্তাহেই ফের ওয়র্কিং কমিটির(CWC) বৈঠকে বসছে কংগ্রেস(Congress) শীর্ষ নেতৃত্ব। যদিও রাহুলকেই সভাপতি পদে রাখতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতারা। সোমবার শীর্ষ দলীয় নেতা কেসি বেণুগোপাল এবং আহমেদ প্যাটেল রাহুলের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারেন। এব্যাপারে পরে প্যাটেল সাংবাদিকদের জানান, এটা নির্ধারিত কর্মসূচি ঠিক করা নিয়ে বৈঠক।

জয়ী কংগ্রেস সাংসদ শশী থারুরের মতে, ‘‌লোকসভা ভোটে দলের পরাজয়কে ব্যক্তিগত হার হিসেবে নিয়ে ফেলেছেন রাহুল। এটা কোনও একজন ব্যক্তির বিষয় নয়। এটা রাহুল গান্ধী এবং কংগ্রেস, দুজনের পক্ষেই অন্যায্যকর।’‌ প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকেই নেহরু পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে আসছে। যেটাকে বরাবরই কটাক্ষ করে আসছে বিজেপি। এব্যাপারে থারুরের মন্তব্য, ‘‌বহু সময় ধরে এটা দলে প্রচলিত, যে আমাদের গান্ধী–নেহরু পরিবারই নেতৃত্ব দিচ্ছে।’‌ আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। থারুর মনে করছেন, আর সময় নেই কংগ্রেসের বসে বসে আবর্জনা সাফ করার। অতএব যা সিদ্ধান্ত নেওয়ার তা খুব দ্রুত নিতে হবে।