অন্ধ্রপ্রদেশে পাচারের সময়ে বাজেয়াপ্ত সাড়ে ৭ কোটির সোনা, গ্রেফতার ৪

অন্ধ্রপ্রদেশে পাচারের সময় ১২.৯৭ কেজি সোনা বাজেয়াপ্ত করল বিজয়ওয়াড়ার কাস্টমস কমিশনারেট। বাজেয়াপ্ত হওয়ার সোনার মূল্য সাত কোটি ৪৮ লক্ষ বলে জানা গেছে।

Photo Credits: ANI

বিজয়ওয়াড়া:  অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) পাচারের (smuggle) সময় ১২.৯৭ কেজি সোনা (gold) বাজেয়াপ্ত (seized) করল বিজয়ওয়াড়ার কাস্টমস কমিশনারেট (Customs Commissionerate (Preventive) of Vijayawada)। বাজেয়াপ্ত হওয়ার সোনার মূল্য সাত কোটি ৪৮ লক্ষ বলে জানা গেছে। এই সোনা পাচারের সময় চারজনকে হাতেনাতে গ্রেফতারও (arrested) করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানানো হয়েছে, বুধবার অন্ধ্রপ্রদেশে বেআইনি ভাবে প্রচুর সোনা নিয়ে আসার সময় চারজনকে আটক করে বিজয়ওয়াড়ার কাস্টমস কমিশনারেট। তাদের বিরুদ্ধে ১৯৬২ সালের কাস্টমস আইনের (Customs Act 1962) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা সোনার বর্তমান বাজারমূল্য সাত কোটি ৪৮ লক্ষ টাকা। ধৃতদের জেরা করে কোথা থেকে ওই সোনা নিয়ে আসা হচ্ছিল আর কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Mann Ki Baat 100th Episode: ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে নরেন্দ্র মোদির মন কি বাত, শততম এপিসোডে লোকসভাভিত্তিক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির