IPL Auction 2025 Live

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে একাধিক ফাটল, ভক্তমনে ছড়াল আতঙ্ক

কীভাবে মন্দিরকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সে বিষয়ে ওড়িশা সরকাররে সঙ্গে বৈঠকে বসবে মন্দির কর্তৃপক্ষ।

Puri Jagannath Temple (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ পুরীর জগন্নাথ মন্দিরে(Puri Jagannath Temple) একাধিক ফাটল। যাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠছে শতাব্দী প্রাচীন মন্দিরের সুরক্ষা নিয়ে। মন্দির সংস্কারের জন্য ইতিমধ্যেই সার্ভে অব ইন্ডিয়ার (Archaeological Survey of India)সঙ্গে যোগাযোগ করেছে ওড়িশা সরকার। জানা গিয়েছে মন্দিরের ভিতর একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম আনন্দ বাজার এলাকা যেখানে ভগবানকে ভোগ দেওয়া হয়। শ্যাওলা জমে গর্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই গর্ত দিয়ে কাঠামোর ভিতরে জলও ঢুকছে। ফাটল পর্যবেক্ষণ করার সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে। এই সংস্থাই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছ। কীভাবে মন্দিরকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সে বিষয়ে ওড়িশা সরকাররে সঙ্গে বৈঠকে বসবে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে মন্দিরে ফাটল দেখা দিতেই ভক্তমনে ছড়িয়েছে আতঙ্ক। এই বিষয়ে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “কীভাবে ফাটল ধরল তা খতিয়ে দেখা হচ্ছে। এএসআই মন্দির সারাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে আমাদের জানতে হবে হঠাৎ কেন ফাটল ধরল। এএসআই বারণ করা সত্ত্বেও হয়তো এমন কোনও কাজ হয়েছে। এটা একমাত্র তদন্তের পরই জানা যাবে। আপাতত মন্দির সংস্কারই সবথেকে গুরুত্বপূর্ণ।”

পুরীর জগন্নাথ মন্দিরে একাধিক ফাটল, ভক্তমনে ছড়াল আতঙ্ক