CPIM meeting on Lok Sabha elections: লোকসভা নির্বাচনে বামেদের রণনীতি কেমন হবে? দিল্লিতে বৈঠকে পিনারাই, সিতারামরা
আগামী লোকসভা নির্বাচনে বামেদের স্ট্রেটেজি কী হবে? কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে সোমবার সিপিএমের (CPIM) দিল্লির দফতরে বৈঠক হয়। বৈঠকে যোগ দিয়েছেন সিতারাম ইয়েচুরি (Sitaram Yechury), প্রকাশ কারাট (Prakash Karat), বৃন্দা কারাট (Brinda Karat), কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) মতো নেতৃত্ব। একদিকে ইন্ডি জোটে সিপিএমে অবস্থান কেমন থাকবে, তাঁরা কি কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং করে লোকসভা নির্বাচনে লড়বে কিনা, এই নিয়ে আলোচনা করতেই বামেদের বৈঠক।