COVID Vaccine in India: সুখবর! ফেব্রুয়ারি ২০২১-র মধ্যেই মিলবে করোনার টিকা, জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা
দেশবাসীর জন্য খুশির খবর। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা বৃহস্পতিবার জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা অক্সফোর্ডের করোনা টিকা পেয়ে যাবেন। দেশবাসীকে আশা দেখিয়ে তিনি বলেন, সামনের বছর এপ্রিল মাসের মধ্যেই সর্বসাধারণের জন্য মিলবে টিকা।
নতুন দিল্লি, ২০ নভেম্বর: দেশবাসীর জন্য খুশির খবর। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute) সিইও আদর পুনাওয়ালা বৃহস্পতিবার জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা অক্সফোর্ডের করোনা টিকা পেয়ে যাবেন। দেশবাসীকে আশা দেখিয়ে তিনি বলেন, সামনের বছর এপ্রিল মাসের মধ্যেই সর্বসাধারণের জন্য মিলবে টিকা।
করোনা টিকার (COVID Vaccine) দুটি ডোজের জন্য খরচ পড়বে এক হাজার টাকা। ২০২৪ এর মধ্যে প্রত্যেক দেশবাসীর জন্য করোনার টিকাকরণ সম্পূর্ণ হবে। ৮০-৯০ শতাংশকে টিকা দিতে হলে সকলের সম্মতি, টিকার বাজেট ও পরিকাঠামো ঠিকমত হলে তবেই কাজে লাগবে। প্রত্যেকে দুটি ডোজ নিতে রাজি থাকলে প্রত্যেকের টিকাদান সম্পন্ন করতে ২০২৪ সাল পর্যন্ত সময় লেগে যাবে। আরও পড়ুন, যোগীর রাজ্যে এবার ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আসছে কঠোর আইন
আদর পুনাওয়ালা একটি সামিটে বলেন, প্রত্যেক ডোজের জন্য প্রায় ৫-৬ ডলার খরচ লাগবে। দুটি ডোজের দাম প্রায় ১০০০ টাকা মতো পড়বে। তিনি বলেছেন, 'ভারত সরকার খুবই সস্তা দামে, প্রায় ৩-৪ ডলার দামে এটি পেয়ে যাবে। কারণ বিরাট পরিমাণ টিকা কিনছে দেশ। ফলে কোভ্যাক্সের দামের মতোই দাম পেয়ে যাবে ভারত। বাজারে যে টিকাগুলি আসছে, তার থেকে অনেক সস্তা ও সহজলভ্য হবে আমাদের টিকা।' এই টিকায় এখনও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও তিনি জানান।