COVID 19 In India: ফের ভারতে থাবা বসাচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,০৩৮ জন

COVID 19 (Photo Credit: File Photo)

ফের একটু একটু করে ভারতে (India) থাবা বসাচ্ছে করোনা।  গত ২৪ ঘণ্টায় ভারতে ৩,০৩৮ জন কোভিড ১৯-এ (COVID 19) আক্রান্ত হয়েছেন বলে খবর। এই মুহূর্তে গোটা দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২১,১৭৯ জন।  দেশের যে অঞ্চলে করোনা নতুন করে থাবা বসাচ্ছে, তার মধ্যে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লির মত রাজ্য রয়েছে।