COVID 19 In India: কেরলে করোনা আক্রান্ত ২৬৫, দেশে সংক্রমিতর সংখ্যা পৌঁছে গেল ৩ হাজারের কাছে

রিপোর্টে প্রকাশ, এই মহূর্তে ভারতের ১০ রাজ্য সহ একটি কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পুদুচেরিতে জারি করা হয়েছে সতর্কতা।

COVID 19 (Photo Credit: IANS)

দিল্লি, ২২ ডিসেম্বর: JN.1, ওমিক্রনের (Omicron) এই ভ্যারিয়েন্ট প্রকাশ্যে আসতেই,  বাড়তে শুরু করেছে করোনা (COVID 19) আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেরলে নতুন করে করোনার ভ্যারিয়েন্ট ধরা পড়তেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে। ফলে কোভিড নিয়ে ফের চিকিৎসক মহলের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

আরও পড়ুন: COVID 19 In India: করোনার কামড়, গত ২ সপ্তাহে মৃত্যু ২৩ জনের, ভ্রমণেও কি এবার বিধিনিষেধ?

রিপোর্টে প্রকাশ, এই মহূর্তে ভারতের ১০ রাজ্য সহ একটি কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পুদুচেরিতে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৫ জন করনোায় আক্রান্ত হয়েছেন বলে খবর। যার মধ্যে ২১ জনের শরীরে মিলেছে JN.1 ভ্যারিয়েন্ট।

এসবের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরলে ৩ জন, কর্ণাটকে ২ জন এবং পাঞ্জাবে একজনের মৃত্যু হয় নতুন করে করোনার সংক্রমণের জেরে।