COVID 19 In India: করোনা নয়া সাব ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে, কড়া পদক্ষেপ কেন্দ্রের
কেরলের তিরুবনন্তপুরমে এক মহিলার শরীরে কোভিডের এই নয়া সাব ভ্যারিয়েন্ট ধরা পড়ে। এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় একজনের শরীরে JN.1 ধরা পড়ে।
দিল্লি, ১৯ ডিসেম্বর: ডিসেম্বরে কোভিডের (COVID 19) নয়া ভ্যারিয়েন্ট আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে কেন্দ্রের। নতুন করে কোভিডের (Coronavirus) থাবায় গত রবিবার কেরলে ৪ জনের মৃত্যু হয়। যা নিয়ে জল্পনা শুরু হতেই এবার ফের দক্ষিণের এই রাজ্যে ধরা পড়ল করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট JN.1। কেরলের তিরুবনন্তপুরমে এক মহিলার শরীরে কোভিডের এই নয়া সাব ভ্যারিয়েন্ট ধরা পড়ে। এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় একজনের শরীরে JN.1 ধরা পড়ে। সিঙ্গাপুর থেকে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ভরা পড়ে কোভিডের ই নয়া সাব ভ্যারিয়েন্ট। যার জেরে নতুন কর সতর্কতা জারি করা হয়।
আরও পড়ুন: COVID 19 In India: কেরলে বাড়ছে করোনা, মাস্ক পরে বাইরে বেরনোর নির্দেশ কর্ণাটকে
আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে উৎসবের মরশুম। উৎসবের মরশুমে যাতে মাস্ক ছাড়া কেউ বাইরে বের না হন, সে বিষয়ে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি কোথাও কারও সর্দি, কাশি, জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মত কিছু উপসর্গ দেখা দিলে, সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে। রাজ্যগুলি যাতে সব সময় কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখে এবং আপডেট করে, সে বিষয়েও দেওয়া হয়েছে পরামর্শ।