IPL Auction 2025 Live

Covid-19: গোটা দেশ জুড়ে ফের লকডাউনে পথে কেন্দ্র?

ছবি ট্যুইটার

দিল্লি, ৩ মে: করোনা (Corona) সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, সেই সময় গোটা দেশ জুড়ে কি লকডাউন (Lockdown) হবে? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। তবে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কোনও সম্পূর্ণ লকডাউন করা হবে না। গোটা দেশ জুড়ে 'কাস্টমাইসড লকডাউন' হবে। সূত্রের তরফে পাওয়া যাচ্ছে এমন খবর।

গোটা দেশ জুড়ে লকডাউনের পরিবর্তে, সাময়িকভাবে লকডাউন করা হবে। গোটা দেশ জুড়ে বেছে বেছে লকডাউন করা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় ১৫% জায়গায় পজিটিভি থাকবে, সেই সমস্ত জায়গায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে। এ পর্যন্ত ১৫০টি জেলায় সংক্রমণের ভিত্তিতে লকডাউন করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: UP: অক্সিজেনের অভাবে মৃত ৫ করোনা রোগী, হাসপাতালে ভাঙচুর মৃতদের পরিবারের

গোটা দেশে লকডাউন করতে হবে, কোভিড (COVID 19)  টাস্ক ফোর্সের তরফে এমনই দাবি করা হয়। সেই অনুযায়ী, রবিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসে কোভিড টাস্ক ফোর্স। এরপরই জানা যায়, এবার আর গোটা দেশ জুড়ে লকডাউনের কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফে।