COVID 19: করোনার থাবা বাড়ছে, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টেই সংক্রমণ, সতর্কতা স্বাস্থ্য মন্ত্রকের

রাজেশ ভূষণের কথায়, প্রতিদিন কম করে ৯৬৬ জন করোনায় আক্কান্ত হচ্ছেন। ফলে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে অ্যাক্টিভ সংক্রমণ ৭,৬০০। চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রতিদিন গড়ে দেশ জুড়ে ১০৮ জন করোনায় সংক্রমিত হতেন। বর্তমানে সেই সংখ্যা পৌঁছেছে ৯৬৬-তে।

COVID Situation In India (Photo Credit: ANI)

দিল্লি, ২৩ মার্চ: বর্তমানে ফের একটু একটু করে সংক্রমণের মাত্রা বৃদ্ধি করছে কোভিড (COVID 19)।ফলে করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Nrendra Modi)। বর্তমানে গোটা বিশ্বে বর্তমানে যতজন করোনায় সংক্রমিত হচ্ছেন, তার মধ্যে ১ শতাংশ ভারতে। বৃহস্পতিবার এভাবেই সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানান, বর্তমানে গোটা দেশে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের শরীরে মিলছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। মহারাষ্ট্র (Maharashtra), গুজরাট (Gujarat), কেরল (Kerala), কর্ণাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu), দিল্লি (Delhi), হিমাচল প্রদেশ (Himachal Pradesh)এবং রাজস্থান (Rajasthan), এই কয়েকটি রাজ্য থেকেই বর্তমানে সংক্রমণ বৃদ্ধির খবর আসছে। ফলে এই রাজ্যগুলি যাতে সংক্রমণ রুখতে আরও সচেষ্ট হয়, সে বিষয়ে তিনি চিঠি পাঠিয়েছেন বলে জানান রাজেশ ভূষণ।

গত ১৬ মার্চ দেশের এই ৮টি রাজ্যকে তিনি করোনার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান।

রাজেশ ভূষণের কথায়, প্রতিদিন কম করে ৯৬৬ জন করোনায় আক্কান্ত হচ্ছেন। ফলে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে অ্যাক্টিভ সংক্রমণ ৭,৬০০। চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রতিদিন গড়ে দেশ জুড়ে ১০৮ জন করোনায় সংক্রমিত হতেন। বর্তমানে সেই সংখ্যা পৌঁছেছে ৯৬৬-তে। বৃহস্পতিবার এমনই আশঙ্কার কথা শোনান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।