Covaxin: কোভিডের বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভ্যাক্সিন, ভারত বায়োটেকের দাবিতে শিলমোহর

তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে কোভিডের (Covid-19) বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ল্যানসেট পিয়ার-রিভিউ ( Lancet peer-review) ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।

Covaxin (File Photo)

নতুন দিল্লি, ১২ নভেম্বর: তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে কোভিডের (Covid-19) বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ল্যানসেট পিয়ার-রিভিউ ( Lancet peer-review) ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।

দ্য ল্যানসেট একটি বিবৃতিতে বলেছে, ভারতে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়ালে ২৪ হাজার ৪১৯ জন অংশ নিয়েছিলেন। এই ট্রায়ালের সময় কোনও গুরুতর-টিকা-সম্পর্কিত মৃত্যু বা পার্শ্বপ্রতিক্রিয়া রেকর্ড করা হয়নি। ভারত বায়োটেকের পক্ষ থেকে অবশ্য আগেই বলা হয়েছিল, তাদের তৈরি কোভ্যাক্সিনের কার্যকারিতা প্রায় ৭৭ শতাংশ। পাশাপাশি তা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর। আরও পড়ুন: Ajay Bhalla's Kolkata Visit: সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা

কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ