Brazil President References Ramayana: করোনাভাইরাসের চিকিৎসার ওষুধ চাইতে হনুমানের গন্ধমাদন পর্বত নিয়ে আসার উল্লেখ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারোর

করোনাভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রোঅক্সিক্লোরোকুইনসহ অন্য ওষুধ রফতানির বিষয়ে অ্যামেরিকার মতো ভারতে কাজে আর্জি জানিয়েছে ব্রাজিল (Brazil)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠিতে এই আর্জি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারে (Brazil President Jair Bolsonaro)। চিঠিতে আর্জি জানাতে গিয়ে তিনি মহাকাব্য রামায়ণের (Ramayana) একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইরো বলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠিতে লিখেছেন, "হনুমান যেমন রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচাতে হিমালয় থেকে ওষুধ নিয়ে এসেছিলেন এবং যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন এবং অন্ধের দৃষ্টি ফিরিয়ে দেন, তেমনি ভারত এবং ব্রাজিল এই বিশ্বব্যাপী সঙ্কটকে কাটিয়ে উঠবে একসঙ্গে, সকল মানুষের জন্য আশীর্বাদ ভাগ করে নেবে।"

PM Narendra Modi With Brazil President Jair Bolsonaro (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৮ এপ্রিল: করোনাভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রোঅক্সিক্লোরোকুইনসহ অন্য ওষুধ রফতানির বিষয়ে অ্যামেরিকার মতো ভারতে কাজে আর্জি জানিয়েছে ব্রাজিল (Brazil)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠিতে এই আর্জি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারো (Brazil President Jair Bolsonaro)। চিঠিতে আর্জি জানাতে গিয়ে তিনি মহাকাব্য রামায়ণের (Ramayana) একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইরো বলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠিতে লিখেছেন, "হনুমান যেমন রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচাতে হিমালয় থেকে ওষুধ নিয়ে এসেছিলেন এবং যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন এবং অন্ধের দৃষ্টি ফিরিয়ে দেন, তেমনি ভারত এবং ব্রাজিল এই বিশ্বব্যাপী সঙ্কটকে কাটিয়ে উঠবে একসঙ্গে, সকল মানুষের জন্য আশীর্বাদ ভাগ করে নেবে।"

হাইড্রোক্সিক্লোরোকুইন (hydroxychloroquine) নিয়ে চাপ বাড়িয়েছিল অ্যামেরিকা। পরে মঙ্গলবার সরকারের তরফে জানানো হয়, যে সব দেশ অত্যন্ত খারাপ ভাবে করোনার প্রকোপে পড়েছে তাদের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা তোলা হবে। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে বাহবা জানান করোনা মোকাবিলায় ভারতের ভূমিকার। ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি কয়েক লাখ ডোজ কিনেছি। তা প্রায় ২৯ মিলিয়নের বেশি তো হবেই। আর এর বেশিরভাগটাই আসে ভারত থেকে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে জিজ্ঞাসা করেছি রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা ওঠাবেন কি না। উনি সত্যিই খুব ভালো। কী জানেন তো ভারত রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের আক্রান্তদের চিকিত্‌সার কথা মাথায় রেখে।" আরও পড়ুন: Donald Trump Warns Narendra Modi: করোনা রুখতে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি না করলে বদলা নেওয়া হবে, মোদিকে হুঁশিয়ারি ট্রাম্পের

গত শনিবার ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস অতিমারী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন তাঁদের সেই টেলিফোনের কথা। জানান, কীভাবে ভারত ও ব্রাজিল যুগ্ম ভাবে করোনা মোকাবিলায় লড়াই করতে পারে সে বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।