Covid-19: দৈনিক সংক্রমণ কমলেও দেশে করোনায় সক্রিয় আক্রান্ত ৬৬ হাজার ছাড়িয়ে গেল

গতকাল, বৃহস্পতিবার দেশে আচমকাই বেড়েছিল করোনা ভাইরাসের দাপট। দেশে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছিল ১২ হাজার ৫৯১।

COVID 19 (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২১ এপ্রিল: গতকাল, বৃহস্পতিবার দেশে আচমকাই বেড়েছিল করোনা ভাইরাসের দাপট। দেশে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছিল ১২ হাজার ৫৯১। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯২। মানে একদিনে হাজারের কাছাকাছি কমেছে দৈনিক আক্রান্ত। তবে দৈনিক আক্রান্ত কমলেও বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। দেশে এখন করোনা ভাইরাসে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ১৭০ জন।

করোনা বাড়তেই পশ্চিম বাংলা, হরিয়ানার মত রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। দেশজুড়ে হয়েছে মক ড্রিলও। কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আরও পড়ুন- দিল্লির সাকেত কোর্ট চত্ত্বরে হঠাৎ গোলাগুলি, আহত মহিলা, ঘটনাস্থলে পুলিশ

দেখুন টুইট

গতকাল, করোনায় আক্রান্ত হন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী রাজনাথ সিং। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গত মঙ্গলবার কোভিডে আক্রান্ত হন।