Corbevax: ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল বায়োলজিক্যাল ই লিমিটেডের তৈরি কর্বেভ্যাক্স
ভিন্নধর্মী বুস্টার (Heterologous Booster) হিসেবে অনুমোদন পেল বায়োলজিক্যাল ই লিমিটেডের (Biological E Ltd) তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্স (Corbevax)। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) এই অনুমোদন দিয়েছে। কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকলে কর্বেভ্যাক্স বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে এটি ১৮ বছরের বেশি বয়সিদেরই দেওয়া যাবে। কর্বেভ্যাক্সই ভারতের প্রথম কোভিড টিকা, যা ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল।
নতুন দিল্লি, ৪ জুন: ভিন্নধর্মী বুস্টার (Heterologous Booster) হিসেবে অনুমোদন পেল বায়োলজিক্যাল ই লিমিটেডের (Biological E Ltd) তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্স (Corbevax)। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) এই অনুমোদন দিয়েছে। কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকলে কর্বেভ্যাক্স বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে এটি ১৮ বছরের বেশি বয়সিদেরই দেওয়া যাবে। কর্বেভ্যাক্সই ভারতের প্রথম কোভিড টিকা, যা ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল।
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে কর্বেভ্যাক্স বুস্টার নেওয়া যেতে পারে। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন (Covaxin)-র সম্পূর্ণভাবে টিকা পাওয়া প্রাপ্তবয়স্করা তাদের তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স নিতে পারেন। আরও পড়ুন: Odisha: ওডিশায় সব মন্ত্রী-স্পিকারের পদত্যাগ, কাল নবীনের নয়া মন্ত্রিসভার শপথ
বায়োলজিক্যাল ই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা বলেছেন, "কর্বেভ্যাক্স টিকাকে হেটেরোলজাস বুস্টার ডোজ হিসাবে পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে ডিসিজিআই। আমরা এই অনুমোদনে খুব খুশি। ভারতে কোভিড বুস্টার ডোজের প্রয়োজনীয়তা মোকাবিলা করবে আমাদের সংস্থা। আমরা আমাদের কোভিড টিকার যাত্রায় আরও একটি মাইলফলক অতিক্রম করেছি। এই অনুমোদন আবারও বিশ্বমানের টেকসই নিরাপত্তা মান এবং উচ্চতার প্রতিফলন ঘটায়।"