Cop Suspended For Flashing Private Parts: মহিলাকে গোপনাঙ্গ দেখানোর জন্য সাসপেন্ড পুলিশ কর্মী
অশ্লীল আচরণ ও মহিলাকে গোপনাঙ্গ (Private Parts) দেখানোর জন্য সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে। কর্নাটকের বেঙ্গালুরুর (Bengaluru) ঘটনা। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীর নাম চন্দ্রশেখর। তিনি বেঙ্গালুরু অমৃতহাল্লি থানায় (Amrutahalli Police Station) হেড কনস্টেবল পদে চাকরি করতেন। তাঁকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন উত্তর পূর্ব বিভাগের ডিসিপি সিকে বাবা।
বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর: অশ্লীল আচরণ ও মহিলাকে গোপনাঙ্গ (Private Parts) দেখানোর জন্য সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে। কর্নাটকের বেঙ্গালুরুর (Bengaluru) ঘটনা। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীর নাম চন্দ্রশেখর। তিনি বেঙ্গালুরু অমৃতহাল্লি থানায় (Amrutahalli Police Station) হেড কনস্টেবল পদে চাকরি করতেন। তাঁকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন উত্তর পূর্ব বিভাগের ডিসিপি সিকে বাবা।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে চন্দ্রশেখর বাড়ি ফেরার সময় ইয়েলাহাঙ্কা নিউ টাউন হাউজিং বোর্ডের কাছে তাঁর বাইক থামিয়ে প্রস্রাব করছিলেন। রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য সেই সময় বেরিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই মহিলাকেই চন্দ্রশেখর তাঁর গোপনাঙ্গ দেখান ও খারাপ ব্যবহার করেন। মহিলা আপত্তি জানালে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। স্থানীয় বাসিন্দারা সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখে। এরপর ওই ভিডিও বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দেন একজন। আরও পড়ুন: Omicron 3 Times More Transmissible: ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন, জানাল কেন্দ্র
ভিডিও ছবি প্রকাশ্যে তদন্তের নির্দেশ দেন পুলিশ কমিশনার। প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এরপর চন্দ্রশেখরকে সাসপেন্ড করা হয়। ইয়েলহাঙ্কা নিউ টাউন থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও তদন্ত চলছে৷