Udaipur Shocker: দলিত ছাত্রীদের পরিবেশন করা খাবার ফেলে দিতে নির্দেশ রাঁধুনির, উদয়পুরের ঘটনায় চাঞ্চল্য
দুই দলিত ছাত্রীর (Dalit Girls) পরিবেশন করা খাবার অন্য ছাত্রদের ফেলে দিতে নির্দেশ রাঁধুনির। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর (Udaipur) জেলার একটি সরকারি স্কুলে। দুই দলিত মেয়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে ওই রাঁধুনিকে (Cook) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বারোদি এলাকার ওই সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার (Midday Meal)পরিবেশন করছিল দুই দলিত মেয়ে। রান্না করেছিলেন লালা রাম গুর্জার নামে ওই রাঁধুনি অভিযোগ, দলিত মেয়েদের খাবার পরিবেশনে আপত্তি জানান লাল রাম (Lala Ram Gurjar)। এখানে থেমে থাকেননি। দলিত মেয়েদের পরিবেশ করা খাবার অন্য ছাত্রদের ফেলে দেওয়ারও নির্দেশ দেন তিনি। ছাত্ররা নির্দেশ মেনে খাবার ফেলে দেয়।
উদয়পুর, ৩ সেপ্টেম্বর: দুই দলিত ছাত্রীর (Dalit Girls) পরিবেশন করা খাবার অন্য ছাত্রদের ফেলে দিতে নির্দেশ রাঁধুনির। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর (Udaipur) জেলার একটি সরকারি স্কুলে। দুই দলিত মেয়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে ওই রাঁধুনিকে (Cook) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বারোদি এলাকার ওই সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার (Midday Meal)পরিবেশন করছিল দুই দলিত মেয়ে। রান্না করেছিলেন লালা রাম গুর্জার নামে ওই রাঁধুনি অভিযোগ, দলিত মেয়েদের খাবার পরিবেশনে আপত্তি জানান লাল রাম (Lala Ram Gurjar)। এখানে থেমে থাকেননি। দলিত মেয়েদের পরিবেশ করা খাবার অন্য ছাত্রদের ফেলে দেওয়ারও নির্দেশ দেন তিনি। ছাত্ররা নির্দেশ মেনে খাবার ফেলে দেয়।
দুটি মেয়ে গোটা ঘটনাটি বাড়িতে গিয়ে জানায়। এরপর তাদের পরিবারের সদস্যদের স্কুলে গিয়ে রাঁধুনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশ জানিয়েছে, "রাঁধুনির বিরুদ্ধে গোগুন্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলিত মেয়েরা পরিবেশন করায় ছাত্ররা খাবার ফেলে দিয়েছিল।" আরও পড়ুন: Nitish Kumar: বিহারে সরকার ভাঙার পাল্টা, ৬ বিধায়কে দলে টেনে উত্তর পূর্বে নীতীশের দলকে প্রায় তুলেই দিল বিজেপি!
পুলিশ আরও জানিয়েছে যে রাঁধুনি তাঁর পছন্দের উচ্চ বর্ণের ছাত্রদের দিয়ে খাবার পরিবেশন করাতেন। কিন্তু গতকাল একজন শিক্ষক দলিত মেয়েদের খাবার পরিবেশন করতে বলেন। তারপরই ওই ঘটনা ঘটে।